বাংলার ভোট পরবর্তী হিংসা মামলায় সুপ্রিম কোর্টের তোপের মুখে সিবিআই
CBI in the face of the Supreme Court in the case of post-poll violence in Bengal

Truth of Bengal: বাংলার ভোট পরবর্তী হিংসা মামলায় সুপ্রিম কোর্টের তোপের মুখে সিবিআই। রাজ্য থেকে নির্বাচন পরবর্তী হিংসা মামলা সরানো নিয়ে এবং বিভিন্ন কোর্টের বিচারপদ্ধতি নিয়ে প্রশ্ন তোলায় সুপ্রিমকোর্টে তিরস্কৃত সিবিআই। শুক্রবার সিবিআইকে মামলা অন্য রাজ্যে সরানোর আর্জি প্রত্যাহার করতে বলে দেশের সর্বোচ্চ আদালত।
ফের সুপ্রিম ভর্তসনার মুখে সিবিআই। বাংলার ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআইকে তোপ দাগে সুপ্রিম কোর্ট। অভিযোগ, ভয় দেখানো হচ্ছে, সাক্ষী ও আইনজীবীদের। যার জেরে ২০২১-এর ভোট পরবর্তী হিংসার ৪০টি মামলা রাজ্যের বাইরে সরিয়ে ফেলার আর্জি নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল সিবিআই। এবার সেই আর্জিই কার্যত প্রত্যাহর করে নেওয়ার নির্দেশ সিবিআইকে দিল সুপ্রিম কোর্ট।
একইসঙ্গে সিবিআইকে কড়া ভাষায় আক্রমণও করা হল সুপ্রিম কোর্টের তরফ থেকে। বিচারপতি অভয় এস অকা এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহের বেঞ্চের পর্যবেক্ষণ, সব আদালত বিরোধী হতে পারে না। ভোট পরবর্তী হিংসা মামলায় রাজ্যের বিভিন্ন কোর্টে একের পর এক অভিযুক্ত জামিন পাওয়া এবং বিচারপদ্ধতি প্রভাবিত হওয়ার অভিযোগ তুলে অন্য রাজ্যে মামলা সরানোর আর্জি জানিয়েছিল সিবিআই। এদিন বিচারপতি অভয় ওকা এবং অগস্টিং জর্জ মাসির বেঞ্চে সেই মামলার শুনানি ছিল।
প্রসঙ্গত, ‘এ রাজ্যের সব আদালতের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছে সিবিআই। বাংলার সামগ্রিক বিচার পদ্ধতির ক্ষেত্রে প্রতিকূল পরিবেশ রয়েছে বলেও অভিযোগ জানিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এটা খুবই দুর্ভাগ্যজনক যে কেন্দ্রীয় এজেন্সি পশ্চিমবঙ্গের আদালতগুলির বিরুদ্ধে এমন সন্দেহ প্রকাশ করছে।’ এমনটাই মন্তব্য অভয় এস অকা এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহের। একইসঙ্গে যে আইনজীবী এই মামলার খসড়া তৈরি করেছেন সেই আইজীবীকেও আদালত অবমাননার দায়ে অভিযুক্ত করার হুঁশিয়ারি দিয়েছে শীর্ষ আদালত।