দেশ

ভেঙে পড়লো সেতু, আটকে ২০০ জন পর্যটক

Bridge collapses, trapping 200 tourists

Truth Of Bengal: উত্তর সিকিমের লাচুং এ বিপর্যয়। লাচুং- এ ভেঙে পড়লো সেতু।
শনিবার সিকিমের লাচুং ও কাটাওয়ে যাওয়ার সেতুটি হঠাৎই ভেঙে পরে। জানা যাচ্ছে, ট্রাক যাওয়ার সময় ভেঙে পড়ে সেতুটি।

প্রসঙ্গত, গত মাসে নতুন করে উদ্বোধন করা হয়েছিল সেতুটির। যেই সেতুটিতে বিপর্যয়ের ফলে ২০০ জন পর্যটক আটকে পরে।

Related Articles