বয়কট ‘মেক মাই ট্রিপ’ ও ‘গোআইবিবো’! ট্রন্ডিং সোশ্যাল মিডিয়ায়, কিন্তু হঠাৎ কেন?

The Truth Of Bengal Desk: কিছুদিন যাবত সকলেই নিজেদের এক্স হ্যান্ডেলে মেক মাই ট্রিপ বয়কট করবার ডাক দিচ্ছেন। জনপ্রিয় এই অ্যাপ্লিকেশন ডিলিট করতে বলছেন সকলেই। এবং এই ঘটনা কার্যত এখন নতুন এক ট্রেন্ড এর চেহারা নিয়েছে সোশ্যাল মিডিয়ায়। কেউ বলছেন মেক মাই ট্রিপ ডিলিট করার কথা তো কেউ আবার ‘গোআইবিবো’ অ্যাপ্লিকেশন টিকেই নিজেদের মোবাইল ফোন থেকে উড়িয়ে দিতে বলছেন। যদিও সূত্রের খবর এটাই যে, হঠাৎই এই সকল অ্যাপ্লিকেশন গুলিকে বয়কট করবার কারণ নাকি অ্যাপ ব্যবহারকারীদের তথ্য গোপনীয়তা নাকি একেবারেই নিরাপদ নয় এখানে।
নিজেদের এক্স হ্যান্ডেলেই ব্যবহারকারীরা লিখেছেন, “এই অ্যাপ্লিকেশন ব্যাবহারীদের সাথে প্রতারণা করা হয়েছে। প্রাইভেসি লঙ্ঘন করা কখনোই কোনও সংস্থা কতৃক করা উচিত নয়। এবং এটি লজ্জার যা একেবারেই গ্রহণযোগ্য নয়!”
তাছাড়াও শোনা যাচ্ছে ইতিমধ্যে ব্যাবহারীরা ইতিমধ্যেই জনস্বার্থ মামলা পর্যন্ত করেছেন সংস্থাগুলির ওপর। এবং বিষয়টি যাতে সরকারের চোখে আনা যায় এবং ভ্রমণ সংস্থা গুলির তরফ থেকে তথ্য গোপনীয়তা নিশ্চিত করা হয়, সেই কারণে ব্যবহারকারীদের মাধ্যমে করা জনস্বার্থ মামলার ভিত্তিতে ইতিমধ্যেই দিল্লি হাইকোর্টে বিষয়টিকে সকলের সামনে আলোচনার জন্য দাবী তোলা হয়েছে।