দেশ

চেন্নাইয়ের কাছে আন্না ইউনিভার্সিটি এমআইটি ক্যাম্পাসে বোমাতঙ্ক

Bomb tank at Anna University MIT campus near Chennai

Truth Of Bengal : ক্রোমপেটের আন্না ইউনিভার্সিটি এমআইটি ক্যাম্পাসে বৃহস্পতিবার ইমেল এর মাধ্যমে এক হুমকি এসেছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অফিসের ইমেলে বোমার হুমকির মেইল করা হয়েছে। এই হুমকি পেয়ে স্বাভাবিকভাবেই আতঙ্কিত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

জানা যায়, বৃহস্পতিবার ক্রোমপেটের আন্না ইউনিভার্সিটি এমআইটি ক্যাম্পাসে বোমা সংক্রান্ত একটি হুমকির email এসেছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অফিসের ইমেইলে এই হুমকিমূলক মেইলটি পাঠানো হয়েছে। মেইলটি পেয়ে তৎক্ষণাৎ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। ইতিমধ্যেই পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। ছাত্র-ছাত্রীদের এবং কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে এমআইটি ক্যাম্পাসে পুঙ্খানুপুঙ্খভাবে অনুসন্ধান চালানো হচ্ছে পুলিশের তরফে।

ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। বর্তমান পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনীয় সমস্ত রকমের সতর্কতা নেওয়া হচ্ছে। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সমস্ত রকমের পদক্ষেপ গ্রহণ করেছে পুলিশ।