
The Truth of Bengal : উড়িষ্যায় বিজেডি-কে হারিয়ে ক্ষমতা দখল করতে চলেছে বিজেপি।২৪বছরের শাসনের অবসান হয়েছে। রাজ্য বিধানসভায় ১৪৭জন বিধায়কের মধ্যে বিজেপির বিধায়ক হলেন ৭৮ জন।এই অবস্থায় গেরুয়া সরকারের মুখ কে তা এখনও ঠিক করতে পারেনি বিজেপি।শোনা যাচ্ছে,ধর্মেন্দ্র প্রধান,জুয়াল ওরাম বা প্রাক্তন সিএজি গিরিশ চন্দ্র মুর্মুকে মুখ্যমন্ত্রী পদে বাছা হতে পারে। মুখ্যমন্ত্রীর নাম বিজেপি চূড়ান্ত করতে না পারলেও শপথের প্রস্তুতি চলছে জোরকদমে। ১০জুন উড়িষ্যায় নতুন মুখ্যমন্ত্রী শপথ নেবেন।
উল্লেখ্য,প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কথা দিয়েছিলেন,উড়িষ্যায় ভূমিপুত্রদের মধ্যে থেকে কাউকে মুখ্যমন্ত্রী করা হবে।সেক্ষেত্রে কাকে বিজেপি বেছে নেয় সেটা লক্ষ্যণীয়।একইসঙ্গে বিজেডি হারের কারণ পর্যালোচনা করতে তত্পর হয়েছে।এদিকে আরও জানা যাচ্ছে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠানে হাজির থাকবেন ৩০হাজারের কাছে প্রতিনিধি।উড়িষ্যার মুখ্য সচিব প্রদীপ কুমার জেনা জানিয়েছেন,সমাজের নানা অংশের প্রতিনিধিরা এই শপথ অনুষ্ঠানে হাজির থাকবেন।
সেজন্য অফিসারদের দায়িত্ব বন্টন করা হয়েছে বলেও উল্লেখ করেছেন মুখ্য সচিব।কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে উড়িষ্যার রাজধানী ভূবনেশ্বরকে। একাধিক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হবে শপথ গ্রহণের স্থলকে। দিল্লির তরফে বিজেপির শীর্ষ নেতারা এই হাইপ্রোফাইল অনুষ্ঠানে হাজির থাকতে পারেন। বিজেপির ঘরোয়া মহলে জানা যাচ্ছে, ক্ষমতা বন্টনের সূত্র মেনে ধর্মেন্দ্র প্রধান বা সম্বিত পাত্রকে মুখ্যমন্ত্রী পদে বেছে নেওয়া হতে পারে। সেক্ষেত্রে জুয়াল ওরামকে কেন্দ্রীয় মন্ত্রী করে ভারসাম্যের রাজনীতি বজায় রাখা হতে পারে। তাই উড়িষ্যার মুখ্যমন্ত্রী হিসেবে কাকে বেছে নেন মোদি-শাহরা সেটাও লক্ষ্যণীয়।