বিজাপুরে গুলির লড়াই! নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম ৩ মাওবাদী
Bijapur gun fight! Security forces killed 3 Maoists

Truth Of Bengal : ফের খবরের শিরোনামে ছত্তিশগড়ের বিজাপুর। নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত ৩ মাওবাদী। বিজাপুর এলাকা থেকে বাজেয়াপ্ত করা হয়েছে বিপুল পরিমান আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক। বারংবার বিস্ফোরণের জেরে অভিযান জারি রেখেছে নিরাপত্তাবাহিনী। শনিবার বিজাপুর এলাকায় বিস্ফোরণের পর নজরদারি আরও বাড়ানো হয়েছে। রবিবার পুলিশ কর্তারা এই বিষয়ে নিশ্চিত করেছেন। নিহতদের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছেন আধিকারিকরা।
জানা যায়, বিজাপুরের ন্যাশনাল পার্ক এলাকার অধীন ঘন জঙ্গলে এই অভিযান চালানো হয়। শনিবার একটি বিস্ফোরণের পরে এই এনকাউন্টার হয়, যেখানে একজন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) জওয়ান মাওবাদীদের দ্বারা লাগানো একটি ইম্প্রোভাইজড বিস্ফোরক ডিভাইস থেকে আহত হয়েছেন৷ মহাদেব ঘাটের সিআরপিএফ -এর ১৯৬ ব্যাটালিয়নের একটি দল যখন অনুশীলন করছিল তখনই বিস্ফোরণ ঘটে বলে খবর। আহত জওয়ানকে চিকিৎসার জন্য বিজাপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাওবাদীরা বারবার নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করার জন্য আইইডি ব্যবহার করেছে, যার প্রতিক্রিয়ায় নিরাপত্তা কর্মীরা এই ধরনের হুমকি প্রশমিত করার জন্য ধ্বংসাত্মক প্রচেষ্টা চালিয়েছে।
উল্লেখ্য, এর আগে বিজাপুর এলাকায় আইইডি হামলায় ‘ডিস্ট্রিক্ট রিজ়ার্ভ গার্ড’ বাহিনীর আট জওয়ান এবং গাড়ির চালক নিহত হন। বেদ্রে-কুতরু রোডের পাহাড় ও জঙ্গলঘেরা অংশে মাওবাদীদের পাতা ল্যান্ডমাইনের ‘ফাঁদে’ পড়ে ওই গাড়িটি। তারপর থেকে জারি রয়েছে অভিযান।