দেশ
বড় সাফল্য, ব্যঙ্গালুরুতে গ্রেফতার পাকিস্তানি গুপ্তচর
Big success, Pakistani spy arrested in Bengaluru

Truth Of Bengal: পুলিশের বড় সাফল্য। ব্যঙ্গালুরু থেকে গ্রেফতার পাকিস্তানি গুপ্তচর। অভিযুক্তের নাম দীপ রাজ চন্দ্র। অভিযুক্ত বেঙ্গালুরুর সিলিকন সিটির মর্যাদাপূর্ণ সরকারী বিইএল (ভারত ইলেকট্রনিক্স লিমিটেড) -এ কর্মরত ছিলেন। ধৃত উত্তরপ্রদেশের গাজিয়াবাদের বাসিন্দা। থাকতেন মাত্তিকরে, ব্যাঙ্গালোরের কাছে।
অভিযোগ, ওই ব্যক্তি বিইএল-থেকে পাকিস্তানে প্রতিরক্ষা তথ্য পাঠাচ্ছিলেন। সেই তথ্যের ভিত্তিতে কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগ, রাজ্য গোয়েন্দা বিভাগ এবং সামরিক গোয়েন্দারা একটি যৌথ অভিযানের মাধ্যমে গ্রেফতার করে।