Big Breaking : ধুলোঝড়ে ভাঙল বিশালাকার বিলবোর্ড , মুম্বইয়ে মৃত্যু ৮ জনের , জখম বহু

The Truth Of Bengal : প্রবল ধুলো ঝড়ে বিপর্যস্ত মুম্বই। ভেঙে পড়ে বিশাল আকার ধাতব বিজ্ঞাপনের বোর্ড । ভেঙে পড়া সেই বিলবোর্ডের নিচে চাপা পড়েন বহু মানুষ। যার মধ্যে মৃত্যু হয়েছে ৮ জনের , জখম ৫৯ জন। সোমবার বিকেল সাড়ে চারটে নাগাদ হঠাৎ ঝড় উঠে মুম্বইয়ে , কিছু বোঝার আগেই ভেঙে পড়ে বিশাল আকার ধাতব বিজ্ঞাপনের বোর্ড । ভেঙে পড়ার সেই ভিডিও প্রকাশ্যে আসতেই দেখা যায় , বিজ্ঞাপনের এই বোর্ডটি প্রথম একটি পেট্রল পাম্পের উপরে পড়ে , যার আঘাতে একেবারে দুমড়ে মুছড়ে গিয়েছে পেট্রোল পাম্প ।
Currently, Mumbai, India resembles a scene from a Hollywood movie set.
Mumbai experienced its first rain of the season followed by a massive dust storm and blackouts in certain areas.
Airplanes were unable to receive a landing signal at the Mumbai airport.
Residents of Mumbai… pic.twitter.com/F2gT8v2StS
— Shadow of Ezra (@ShadowofEzra) May 13, 2024
তখন ওই পেট্রোল পাম্পের ছাদের নিচে দাঁড়িয়ে থাকা বহু মানুষ চাপা পড়েন । বেশ কিছু গাড়িও ছিল পেট্রোল পাম্পের ছাদের নীচে, সেগুলো ও ক্ষতিগ্রস্থ হয়েছে । এই খবর প্রকাশে আসতেই শুরু হয় উদ্ধার কাজ । জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনী প্রায় তিন ঘন্টা চেষ্টা করে উদ্ধারকাজ সম্পন্ন করে । ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন , তাদের প্রত্যেককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে । হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা বাড়তে পারে। এই ঝড় ওঠার আগে আবহাওয়া দপ্তরের তরফ থেকে সতর্কতা জারি করা হয়েছিল। তার কয়েক মিনিটের মধ্যেই ধুলো ঝড় শুরু হয় যার ফলে ঘটে এই বিপত্তি।