বেঙ্গালুরু বিস্ফোরণে দায়ী তামিলরা, বেঁফাস কেন্দ্রীয় মন্ত্রী, জাতি বিদ্বেষী মন্তব্যে পরে ক্ষমা চাইতে বাধ্য হলেন শোভা
Bengaluru blasts blamed on Tamils, Benfas Union minister

The Truth of Bengal: ১মার্চ বেঙ্গালুরুর রেস্তরাঁয় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। কুণ্ডলাহল্লিতে সেই রেস্তরাঁয় বিস্ফোরণ নিয়ে দায় চাপানোর চাপান উতোর চলছে। এরমাঝে বিজেপি নেত্রীর মুখে জাতি বিদ্বেষী মন্তব্য শোনা যায়। বিজেপি নেত্রী শোভা করন্দলাজে আচমকা মন্তব্য করেন,তামিলনাড়ু থেকে আসা লোকজন বেঙ্গালুরুতে আসে,তারাই প্রশিক্ষণ নিয়ে বোমা রাখছে,অস্থির করছে বেঙ্গালুরুকে।
কেন্দ্রীয় মন্ত্রী শোভা করন্দলাজের সেই মন্তব্যের কড়া নিন্দা করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। স্ট্যালিনের মতোই তামিলনাড়ুর রাজনৈতিক মহলও সমালোচনায় সরব হয়। ভোটের আগে কেন্দ্রীয় মন্ত্রীর এই বেফাঁস মন্তব্যে সমালোচনার ঝড় ওঠে। বিজেপি ও তামিলনাড়ুতে বিপাকে পড়ে।
প্রশ্নের মুখে পড়ে তামিলদের। তাই চাপের মুখে পরে দলের নির্দেশে বাধ্য হয়ে ক্ষমা চান বিজেপি নেত্রী ও কেন্দ্রীয় মন্ত্রী শোভা করন্দলাজে। বিজেপির বিদ্বেষ আর জাতি হিংসার কালচার বারবার স্পষ্ট হয়ে পড়ছে বলে কটাক্ষ বিরোধীদের।