জম্মু-কাশ্মীরের উধমপুরে সেনার তল্লাশি, ১৫অগাস্টের আগে বাড়ল নিরাপত্তা
Army search in Jammu and Kashmir's Udhampur, increased security ahead of August 15

Truth Of Bengal: ভূস্বর্গে সন্ত্রাসবাদীদের রক্তচক্ষু দেখা যাচ্ছে।গত রবিবার নিরাপত্তা রক্ষীও সন্ত্রাসবাদীদের মধ্যে প্রত্যন্ত জঙ্গলে এনকাউন্টার লক্ষ্য করা হয়। জোড়া এনকাউন্টারে উধমপুরের বসন্তগড় এলাকা তপ্ত হয়ে ওঠে।এনকাউন্টারের মাঝে সন্ত্রাসবাদীরা কোনওমতে পালায়।তাতে জঙ্গিদের নাগাল পায়নি যৌথ বাহিনী।
এই অবস্থায় মঙ্গলবার রাতে সেনা তল্লাশি শুরু করে।জম্মু-কাশ্মীরের সন্ত্রাসবাদী গোষ্ঠীর কার্যকলাপ নিয়ন্ত্রণ করতে উধমপুরে তদন্তে গতি এসেছে। আকার জঙ্গলের কাছে সন্ত্রাসবাদীদের গা ঢাকা দেওয়া জায়গায় যৌথ বাহিনী নতুন করে তল্লাশি শুরু করেছে।
গোয়েন্দা সূত্রে খবর, সম্প্রতি উধমপুর,ডোডা এবং কাঠুয়া অঞ্চলে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে জঙ্গি অনুপ্রবেশ বৃদ্ধি পেয়েছে। পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদীরা ভারতে অনুপ্রবেশ করছে। এদিকে ভোটমুখী উপত্যকায় রক্তপাত রুখতে সক্রিয় রয়েছে নিরাপত্তাবাহিনীও। এই পরিস্থিতিতে উপত্যকায় জঙ্গি মডিউলের হদিস মেলে। পাশাপাশি ওই মডিউলের ৯ সদস্যের গ্রেপ্তারি নিশ্চিতভাবেই বড় সাফল্য।
জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে, সাম্বা-কাঠুয়া সেক্টরে ‘বিশেষ ব্যবস্থাপনায়’ নিয়ন্ত্রণরেখা পেরোনো জঙ্গিদের গা ঢাকা দিতে সাহায্য করত এই মডিউলের সদস্যরা। তার মাঝে উধমপুরে জঙ্গীদের সন্ত্রাসবাদী কার্যকলাপ বেড়ে যাওয়ায় ভূস্বর্গে আশঙ্কা বাড়ছে।এই অবস্থায় সীমান্তবর্তী রাজ্যে সন্ত্রাসবাদীদের তত্পরতা নিয়ন্ত্রণ করেত যৌথ বাহিনী যথেষ্ট সক্রিয় রয়েছে। আগামীদিনে সীমান্তপারের সন্ত্রাস দমনে সেনা বাহিনীর তত্পরতায় জঙ্গি অনুপ্রবেশ নিয়ন্ত্রণে আসে কিনা সেটাই লক্ষ্যণীয়।