দেশ
ফের রেল দুর্ঘটনা, হায়দ্রাবাদে বেলাইন মালগাড়ির একাধিক কামরা
Another rail accident, multiple coaches of Beeline goods train derailed in Hyderabad

Truth Of Bengal: ফের ভয়াবহ রেল দুর্ঘটনা। এবার তেলেঙ্গানার হায়দ্রাবাদে বেলাইন হয়ে গেল মালগাড়ির একাধিক কামরা। ১১টি ওয়াগান ক্ষতিগ্রস্ত হয়েছে। এই দুর্ঘটনাটি ঘটেছে হায়দ্রাবাদের পেড্ডাপল্লীতে।
অল্পের জন্য প্রাণে বেচেঁছেন মালগাড়ির চালক। রেল সূত্রে খবর, দুর্ঘটনার সময় রাঘবপুরম থেকে রামাগুনদমে লৌহ আকরিক নিয়ে যাচ্ছিল ওই মালগাড়িটি। এই দুর্ঘটনায় ভোগান্তির শিকার হন রেলযাত্রীরা। প্রায় ৩৭টি ট্রেন বাতিল করা হয়েছে। মালগাড়িগুলিকে লাইনে ফেরানোর কাজ চলছে বলে রেল রেল সূত্রে জানা গিয়েছে।