দেশ

খারাপ আবহাওয়ার কারণে মাঝ সাগরে ডুবল আন্দামানগামী জাহাজ

Andaman-bound ship sank in mid-sea due to bad weather

Truth Of Bengal : রবিবার রাতে খারাপ আবহাওয়ার কারণে মাঝ পথে ডুবল পণ্যবাহী জাহাজ। কলকাতা থেকে পোর্ট ব্লেয়ার যাওয়ার  উদ্যেশে রওনা দেয় পণ্যবাহী জাহাজটি।

ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সাগর দ্বীপ থেকে ৯০ নটিক্যাল দক্ষিণে। এই ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে উদ্ধার অভিযান শুরু করেন উপকূলরক্ষী বাহিনী। তাদের তৎপরতায় ডুবন্ত  জাহাজ থেকে ১১ জনকে উদ্ধার করা হয়েছে। উপকূলরক্ষী বাহিনীর তরফ থেকে জানানো হয়েছে তারা এই ঘটনার খবর পেয়ে দ্রুত আকাশ পথ এবং জল পথে উদ্ধার অভিযান শুরু করে। ডুবন্ত জাহাজের উদ্ধার কাজে জল পথে দুটি এবং আকাশ পথে একটি জাহাজ পাঠান উপকূলরক্ষী বাহিনী। ওই ডুবন্ত পণ্যবাহী জাহাজ থেকে ১৯ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।প্রসঙ্গত বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে উত্তাল রয়েছে সুমুদ্র। বাংলা এবং ওড়িশা উপকূলীয় মৎসজীবীদের সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়ার দফতর সূত্রে জানা গিয়েছে সোমবার প্রযন্ত এই রকমই থাকবে আবহাওয়া।

উল্লেখ্য ভারত থেকে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে নিত্য প্রয়োজনীয় জিনিস সরবরাহ করার ক্ষেত্রে  অন্যতম জলপথ। আকাশ পথে পণ্য নিয়ে যাওয়া হলেও সিংহভাগই জল পথে নিয়ে যাওয়া হয়। প্রথমে ভেতর পোর্ট ব্লেয়ার যায়। তারপরে জল পথে অন দ্বীপ গুলিতে। রবিবারের যে জাহাজটিতে দুর্ঘটনা ঘটে সেটিও পণ্যবাহী জাহাজ।