আর মৌখিকভাবে নয় দ্রুত শুনানির আর্জি, বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির
And the request for speedy hearing is not verbal, the big decision is the Chief Justice of the Supreme Court

Truth Of Bengal: সোমবারই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদে শপথগ্রহণ করেছেন সঞ্জীব খান্না। আর পদে বসেই দ্রুত শুনানির পদ্ধতি বদলালেন তিনি। মামলার দ্রুত শুনানি চেয়ে আর করা যাবে না মৌখিক আবেদন। দ্রুত শুনানির জন্য এখন থেকে লিখিত ভাবে অথবা ইমেলে আবেদন জানাতে হবে। মঙ্গলবার এ কথা জানিয়ে দিলেন প্রধান বিচারপতি। পাশাপাশি, ঠিক কেন দ্রুত শুনানি চাই, উল্লেখ করতে হবে সেই কারণও।
উল্লেখ্য, অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের সময়ে দ্রুত শুনানির জন্য মৌখিক আবেদন করা যেত। মামলার গ্রুত শুনানির প্রয়োজন মনে করলে তা মৌখিকভাবেই জানাতে পারতেন আইনজীবীরা। তবে, এদিন প্রধান বিচারপতি খান্না জানিয়ে দিয়েছেন এবার থেকে দ্রুত শুনানির আর্জি জানাতে হবে লিখিতভাবে বা ইমেলে।
প্রসঙ্গত, গত ১০ নভেম্বর শীর্ষ আদালতের প্রধান বিচারপতির পদ থেকে অবসর নিয়েছেন ডিওয়াই চন্দ্রচূড়। রীতি অনুসারে, অবসরের আগে পরবর্তী প্রধান বিচারপতির নাম সুপারিশ করেন তিনি। এবং ওই সুপারিশের ভিত্তিতে পরবর্তী প্রধান বিচারপতিকে নিযুক্ত করেন রাষ্ট্রপতি। সেই প্রথা মেনেই সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি খান্না। আর দায়িত্বগ্রহণের পরেই বিচারব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কারের কথা জানিয়েছেন তিনি।