
Truth Of Bengal : চাঞ্চল্যকর ঘটনা। মুম্বইয়ের রাস্তায় যাওয়ার সময় এক ঘৃণ্য অভিজ্ঞতার কথা সামাজিক মাধ্যমে ভাগ করে নেন এক ২৫ বছর বয়সী মহিলা। এক ১৫ বছর বয়সী কিশোরের ভয়ঙ্কর রূপের কথা তুলে ধরেন তিনি। ঠিক কি জানিয়েছেন ওই মহিলা?
তখন সন্ধ্যে সাতটা। স্টেশন থেকে বাড়ি ফিরছিলেন পায়ে হেঁটে। রাস্তায় এল থাকলেও জনশূন্য ছিল। এমন সময় আচমকা এক বছর ১৫ এর কিশোর সাইকেলে করে আসে। মহিলাটির কাছে জানতে চায় কাছাকাছি হাসপাতাল কিংবা স্বাস্থ্যকেন্দ্র কোথাও আছে কিনা। কিশোরটি নিজেকে জখম বলে জানায়। এরপরেই মহিলাটি তাকে বলেন, বড়ো রাস্তায় গিয়ে কাউকে জিজ্ঞেস করতে। কারণ সেখানে অনেক দোকান এবং লোকজন রয়েছে। কিন্তু, এরপরেও পিছু ছাড়ে না ছেলেটি। আরও নানাধরণের প্রশ্ন করতে শুরু করে। যেমন, কতক্ষন সময় লাগবে, কোনো সেতু পার হতে হবে কিনা। মহিলাটি বারংবার বলতে থাকেন যে তিনি জানেন না। কিন্তু, তা সত্ত্বেও ছেলেটি অনুরোধ করে যাচ্ছিল ঠিকানা বলার জন্য।
কথোপকথনের মাঝে মহিলাটি আচমকা লক্ষ্য করেন, ছেলেটি তার প্যান্ট কোমর থেকে নামিয়ে দিয়েছে এবং হস্তমৈথুন করছে। মহিলাটি স্বভাবতই আশ্চর্য হয়ে যান সঙ্গে ভয় পান। তৎক্ষণাৎ তিনি ওই এলাকা থেকে দৌড় দেন। অবশেষে মূল রাস্তা দিয়ে তিনি বাড়ি ফেরেন। কারণ মূল রাস্তাটি জনবহুল ছিল।
মহিলার করা পোস্টটি ঝড়ের বেগে ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। নেটিজেনরা এই ঘটনাকে জঘন্য বলে মন্তব্য করেন। অনেকে পর্নোগ্রাফিকে দায়ী করেন এই ঘটনায়। এই ধরণের ঘটনা আবারও বোঝায় নারীরা কতটা সমস্যার সম্মুখীন হন রাস্তাঘাটে। এমনকি নিরাপদ জায়গাতেও মনের মধ্যে ঘুরতে থাকে ”খারাপ কিছু হবে না তো? ”