দেশ

অমৃতসরে বিষমদ কাণ্ড! মৃত অন্তত ১৪, গ্রেফতার ৫

Amritsar drug craze: At least 14 dead, 5 arrested

Truth Of Bengal: পাঞ্জাবের অমৃতসরের মজিথা ব্লকের একাধিক গ্রামে বিষমদ পানে প্রাণ হারালেন অন্তত ১৪ জন। বিষাক্ত মদ খেয়ে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও ৫ জন। সোমবার রাত থেকে শুরু হওয়া এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। অমৃতসর পুলিশের তরফে সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (SSP) মনিন্দর সিং সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গিয়েছে, মজিথা ব্লকের থেরওয়াল, মারারি, পটলপুরি ও ভাঙ্গালি — এই গ্রামগুলি থেকে একের পর এক বিষমদে মৃত্যুর খবর আসতে শুরু করে। সোমবার রাত সাড়ে ৯টা নাগাদ স্থানীয় থানায় খবর যায় যে, বহু ব্যক্তি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছেন। সকলেই একটি বিশেষ সূত্র থেকে মদ কিনে পান করেছিলেন বলে জানা যায়। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে আসে বিষমদ খাওয়ার বিষয়টি।

পুলিশ তৎপর হয়ে গ্রামে গ্রামে হানা দেয়। অভিযান চালিয়ে প্রথমে পরবজিৎ সিং নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে, যিনি মূল বিষমদ সরবরাহকারী হিসেবে চিহ্নিত হয়েছেন। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে গ্রেফতার করা হয় সাহাব সিং নামক আরও এক ব্যক্তিকে। এই ঘটনায় মোট পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে। ইতিমধ্যে দুইটি এফআইআর নথিভুক্ত হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

পাঞ্জাব সরকারের তরফে আগেই নির্দেশ দেওয়া হয়েছিল, বেআইনি মদ কারবার রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই ঘটনার পর প্রশাসন নতুন করে সেই নির্দেশ কার্যকর করার উদ্যোগ নিচ্ছে। অমৃতসরের ডেপুটি কমিশনার সাক্ষী সহনে মঙ্গলবার গ্রামে পৌঁছে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করেন এবং তাঁদের পাশে থাকার আশ্বাস দেন। রাজ্য সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা ও প্রয়োজনে চিকিৎসা সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

এদিকে, মঙ্গলবার সকাল থেকেই গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছে মেডিক্যাল টিম। যাঁদেরই অসুস্থতার লক্ষণ দেখা যাচ্ছে, তাঁদের বাড়ি বাড়ি গিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনে হাসপাতালে পাঠানো হচ্ছে। উল্লেখ্য, এ বছরের শুরুতেও বিহারের পশ্চিম চম্পারণে এ ধরনের বিষমদ কাণ্ডে প্রাণ হারান সাতজন। দেশের বিভিন্ন প্রান্তে বেআইনি ও বিষাক্ত মদের কারবার যে এখনও উদ্বেগজনক মাত্রায় পৌঁছেছে, অমৃতসরের এই ঘটনা যেন তার জ্বলন্ত প্রমাণ।

Related Articles