দেশ

রাজ্য গুলিকে পাকিস্তানি নাগরিকদের চিহ্নিত করার নির্দেশ অমিত শাহের

Amit Shah directs states to identify Pakistani nationals

Bangla Jago Desk:কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার জেরে ফের উত্তপ্ত ভারত-পাকিস্তান সম্পর্ক। ২২ এপ্রিল বৈসরণ উপত্যকায় ধর্ম পরিচয় যাচাই করে ২৮ জন নিরীহ পর্যটককে হত্যা করে জঙ্গিরা। এই হামলার দায় স্বীকার করে নিয়েছে নিষিদ্ধ গোষ্ঠী লস্কর-ই-তৈবার সহযোগী সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’-এর সন্দেহভাজন সন্ত্রাসীরা। এরপরই কেন্দ্র সরকার একাধিক কড়া পদক্ষেপ নেয়। পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলচুক্তি স্থগিত করা হয়।

পাশাপাশি, সার্কের অধীনে ভারতে অবস্থানরত পাকিস্তানি নাগরিকদেরও ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সর্বশেষ পদক্ষেপ হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রক দেশের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীকে নির্দেশ দিয়েছে, তাদের এলাকায় থাকা পাকিস্তানি নাগরিকদের চিহ্নিত করে অবিলম্বে ২৭ এপ্রিলের মধ্যে দেশ ছাড়তে বলা হোক। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, মেডিক্যাল ভিসাধারী পাকিস্তানি নাগরিকরা অতিরিক্ত দু’দিন সময় পাবেন, তবে তাঁদের ২৯ এপ্রিলের মধ্যে দেশ ছাড়তে হবে। এখান থেকেই স্পষ্ট যে, পাকিস্তান নিয়ে বেশ কড়া পদক্ষেপ নিতে চলেছে ভারত।

বলা বাহুল্য, পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনায় পাকিস্তানকে কড়া জবাব ভারতের। একাধিক কঠোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে। সার্ক ভিসায় ভারতে আসা পাক নাগরিকদের ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ। কেন্দ্রীয় সরকার পাকিস্তান নিয়ে আরও কড়া একাধিক পদক্ষেপ নিতে চলেছে। ভারতের বিদেশ সচিব সাংবাদিক বৈঠক করে একাধিক পদক্ষেপের কথা ঘোষণা করেন। ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি জানিয়ে দেন , জম্মু এবং কাশ্মীরের পহেলগাঁওয়ে হত্যালীলার দ্রুত জবাব দেওয়া হবে। নয়াদিল্লির তরফে ইতিমধ্যে সেই আশ্বাস দেওয়া হয়েছে দেশবাসীকে।

 

 

Related Articles