
The Truth of Bengal: উত্তরকাশীর সুড়ঙ্গ ধস: ৪১ শ্রমিক উদ্ধারে বিকল্প পরিকল্পনা করছে উদ্ধারকারী দল। এবার উপর থেকে লম্বালম্বিভাবে সুড়ঙ্গ কাটার পরিকল্পনা করা হচ্ছে। তবে পুরো পরিকল্পনা বাস্তবায়িত করতে আরও অন্তত ৪-৫দিন লাগতে পারে।সুড়ঙ্গে ধস নেওয়ার পর ইতিমধ্যে ১৭০ ঘণ্টা কেটে গিয়েছে। এখনও আটকে থাকা শ্রমিকদের উদ্ধার করা সম্ভব হয়নি।গত শুক্রবার আচমকাই সুড়ঙ্গের ভিতরে ফের ধস নেমেছে।
ফলে সামনে থেকে ধ্বংসস্তূপ কেটে ঢোকার চেষ্টা বন্ধ করে দেওয়া হয়।এবার উপর থেকে লম্বালম্বিভাবে সুড়ঙ্গ কাটার পরিকল্পনা করা হচ্ছে। অথবা নিচ থেকে একটি বিশেষ কোণ করে খোঁড়া হতে পারে রাস্তা। আবার ভিতরে পাইপ ঢুকিয়ে শ্রমিকদের উদ্ধার করা যায় কি না তা নিয়েও ভাবনাচিন্তা চলছে।
ইতিমধ্যে সিল্কইয়ার পর্যন্ত বিকল্প একটি রাস্তা তৈরি করে ফেলেছে বর্ডার রোড অর্গানাইজেশন। রবিবার থেকে সেই রাস্তা খুলে দেওয়া হবে।প্রধানমন্ত্রীর দপ্তরের একটি বিশেষ দল ঘটনাস্থলে রয়েছে। তাঁরাই উদ্ধারের বিকল্প পথ নিয়ে আলোচনা করছেন।৪১ জন শ্রমিককে উদ্ধারের জন্য উদ্ধারকারী দল নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে।সকলের আশা, দ্রুত উদ্ধার করা হবে আটকে থাকা শ্রমিকদের।