হিমাচলে সরকার ভাঙ্গার ছক অভিযোগ, এককাট্টা কংগ্রেস বিধায়কেরা
Allegations of breaking the government in Himachal

The Truth Of Bengal : রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা। রাজ্যসভার ভোট-পর্ব সাঙ্গ হতেই দ্বৈরথ জমে উঠেছে।মধ্যপ্রদেশ,মহারাষ্ট্রের মতোই হিমাচলেও কংগ্রেসের হাত থেকে ক্ষমতার রাশ হাতে নিতে বিজেপি উদগ্রীব বলে চর্চা জোরদার। বুধবার চাউর হয়ে যায়, কংগ্রেসের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং পদত্যাগ করেছেন। মূলতঃ বীরভদ্রের পুত্র বিক্রমাদিত্য সুখবিন্দরকে নিশানা করতেই ছক বদলে যায় বলে জোর জল্পনা তৈরি হয়।তলে তলে বিজেপি,সরকার ফেলার চেষ্টা করলেও আসলে গুপ্ত পথে কংগ্রেসের সরকারকে ফেলার চেষ্টা হচ্ছে বলে সোচ্চার কংগ্রেস নেতৃত্ব। বলা যায়,মঙ্গলবার রাজ্যসভার ভোটকেকেন্দ্র করে রাজনৈতিক ডামাডোল শুরু হয় হিমাচলে। বিজেপি প্রার্থী হর্ষ মহাজনের কাছে হেরে যান কংগ্রেসের অভিষেক মনু সিঙ্ঘভি।
৬৮আসনের বিধানসভায় দল ভাঙানোর আশঙ্কা। বিজেপির নিজস্ব বিধায়ক সংখ্যা হল ২৫ জন। কংগ্রেসের ৬বিধায়ককে ভাঙিয়ে নিয়েছে বিজেপি। বিরোধী শিবিরের ১০ বিধায়ককে ভাঙানোর অভিযোগ। ৩৪-এর ম্যাজিক ফিগার ছুঁতে অপারেশন লোটাস।
বুধবার সকালেই হিমাচলের কংগ্রেস সরকার ফেলতে আস্থাভোটের দাবি জানিয়ে রাজ্যপাল শিবপ্রতাপ শুক্ল-র কাছে দরবার করে বিজেপি। রাজ্যপালের সঙ্গে দেখা করে বেরোনোর পর বিরোধী দলনেতা জয়রাম ঠাকুর দাবি করেন, নীতিগত ভাবে কংগ্রেসের এই রাজ্যে আর ক্ষমতায় থাকার অধিকার নেই।তাই কংগ্রেস লোকসভার আগে বিজেপির গেমপ্ল্যান ভেস্তে দিতে পারে নাকি,দল ভাঙিয়ে বিজেপি পিছনের দরজা দিয়ে ক্ষমতার স্পর্ধা দেখাবে,সেটাই দেখার।
FREE ACCESS