ফের মহারাষ্ট্রে নির্যাতনঃ ১২বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ, কাঠগড়ায় ৪২বছরের ব্যক্তি
Allegation of rape of 12-year-old girl

Truth Of Bengal : মহারাষ্ট্রের বদলাপুরের নিন্দনীয় নির্যাতনের রেশ কাটতে না কাটতেই আবারও ধর্ষণের অভিযোগ। অভিযোগ উঠেছে,দুই নাবালক পড়ুয়াকে নির্যাতন করে স্কুলেরই সাফাই কর্মী। সেই ঘটনায় উত্তাল হয় মারাঠাভূম।এবার সেই মহারাষ্ট্রের পালঘর জেলায় এক ১২বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে বছর ৪২-র ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত রামা গনপত মেয়েটিক বাড়িতে ঢুকে পড়ে। অভিযোগ, মেয়েটিকে একলা পেয়ে নির্যাতন করে। মেয়েটি শোরগোল ফেললে অভিযুক্ত চম্পট দেয়।রামা গনপতের বাড়ি তারাপুরে। এই ঘটনা জানাজানি হতেই নির্যাতিতার পরিবারের সদস্যরা থানায় অভিযোগ দায়ের করে।
এরপরই পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার ৬৪ নম্বর ধারা অনুসারে ধর্ষণের মামলা রুজু করে।একইসঙ্গে শিশুদের যৌন নির্যাতন বন্ধের আইন – পস্কোর ধারা অনুসারে মামলা দায়ের করা হয়।
বারবার দেশের নানা অংশের মতোই মহারাষ্ট্রেও এই উদ্বেগজনক ঘটনা বেড়ে যাওয়ায় সমাজবিদরা চিন্তিত।এর আগে মণিপুর,হাথরাস,উন্নাওতেও নিন্দনীয় ঘটনা সামনে আসে।নির্যাতনকারীদের বেপরোয়া আচরণ প্রকাশ্যে আসায় ও নির্যাতিতার দেহ পুড়িয়ে দেওয়ার গুরুতর অভিযোগ ওঠে। বিশেষ করে অল্পবয়সী কিশোরী বা তরুণীদের ধর্ষণ করার মতো নিন্দনীয় ঘটনা, সারা দেশকে নাড়া দিয়েছে।তাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে এই সমস্যা বন্ধ করতে কঠোর আইন আনার জন্য চিঠি লেখেন। প্রধানমন্ত্রী এই বিষয়ে এখনও কোনও স্পষ্ট অবস্থান জানাননি। এখন কেন্দ্র কঠোর আইন লাগু করে এই ধরণের ঘটনা রোধে কোনও কার্যকরী পদক্ষেপ করে কিনা তার দিকে তাকিয়ে সবমহল।