
The Truth of Bengal: লোকসভা ভোটের আগে এবার বিজেপির হাত ছাড়লেন অজয় প্রতাপ সিংহ । জেপি নাড্ডার কাছে চিঠি লিখে প্রাথমিক সদস্য পদ থেকে ইস্তফা দেওয়ার কথা জানিয়েছেন তিনি। চলতি মাসেই বিজেপির দুই লোকসভা সাংসদ বিজেপি ছেড়েছে। সে পথে হাঁটছেন এবার অজয়। লোকসভা ভোটের আগে বিজেপির হাত ছাড়লেন মধ্যপ্রদেশ থেকে নির্বাচিত সাংসদ অজয় প্রতাপ সিংহ।
তিনি রাজ্যসভার সাংসদ ছিলেন। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কাকে চিঠি লিখে তিনি ইস্তফা দিয়েছেন। সম্প্রতি বিজেপির ২ লোকসভার সাংসদ কংগ্রেসের যোগ দিয়েছেন। এবার মধ্যপ্রদেশের এই রাজ্যসভার সাংসদ কি করবেন তা স্পষ্ট নয় , তবে তিনি পদে ইস্তফা দেওয়ায় সংশয় তৈরি হয়েছে কোন দলে যাবেন তা এখনো জানাননি অজয় প্রতাপ সিংহ।
গত মাসে রাজ্যসভা নির্বাচনে অজয়কে মনোনয়ন করেনি বিজেপি। এদিকে অজয় লোকসভার প্রার্থী হতে চেয়েছিলেন কিন্তু তাকে টিকিট না দেওয়ায় প্রার্থী না করায় ক্ষোভ তৈরি হয়েছিল তার। আর সেই ক্ষোভ থেকেই এবার ইস্তফা বলেই মনে করা হচ্ছে। যদিও পদত্যাগ পত্রে তিনি কোন সুনির্দিষ্ট কারণ উল্লেখ করেননি বলেই জানা গিয়েছে। মধ্যপ্রদেশের সিধি আসনে অজয় দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন।