আবারও অশান্তির ছায়া বিজেপি শাসিত মনিপুরে! জারি কার্ফু, বন্ধ ইন্টারনেট পরিষেবা
Again the shadow of unrest in BJP-ruled Manipur! Curfew imposed, internet services closed

Truth Of Bengal: ফের অশান্তির ছায়া মনিপুরে। ছাত্রদের বিক্ষোভের পর তিন জেলায় জারি হল কার্ফু। আগামী পাঁচ দিনের জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ করল মনিপুর সরকার। ইন্টারনেটে প্রচুর গুজব ছড়ানোর কারণে বন্ধ করা হল ইনারনেট দাবি মনিপুররে সরকারের। ইম্ফল পূর্ব, ইম্ফল পশ্চিম এবং থৌবল জেলায় জারি করা হয়েছে কার্ফু।
সেপ্টেম্বর মাসের শুরু থেকেই নতুন করে উতপ্ত হয়ে উঠেছে বিজেপি শাসিত মনিপুর। ড্রোন হালমা থেকে শুরু করে ক্ষেপণাস্ত্র হামলা এমনকি পুলিশের আগ্নেয়াস্ত্র লুঠ ঘুম উড়িয়েছে নিরাপত্তা বাহিনীর উপর। এই ঘটনা গুলিতে এখনও পর্যন্ত আট জনের মৃত্যু হয়েছে। সোমবার এক অবসরপ্রাপ্ত জওয়ানের দেহকে উদ্ধার ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়ায় সীমান্তবর্তী এলাকায়।এই উদ্ধত পরিস্থিতির সামাল দিতে সোমবার ইম্ফলের রাস্তায় ছাত্রছাত্রী প্রতিবাদ জানাতে ভিড় করেছিল।
এর পাশাপাশি বিভিন্ন সরকারি হামলা চালায় ছাত্রছাত্রীরা। তারা রাজভবন ও থাউবালের জেলা প্রশাসনের অফিসে হামলা চালায়। এ ছাড়া ডিসি অফিসে টানানো ভারতের জাতীয় পতাকা নামিয়ে সাত রঙের নতুন একটি পতাকা টানিয়ে দেয়। ছাত্রছাত্রীরা দাবি জানায় নিরাপত্তা উপদেষ্টাকে সরিয়ে দিতে হবে। পাশাপাশি রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য রাজ্যের হাতে বেশি ক্ষমতা দিতে হবে।