দেশ

স্ত্রীকে খুন করে প্রেসার কুকারে সিদ্ধ! স্বীকারোক্তি অভিযুক্তের

Accused confesses to killing wife and boiling her in pressure cooker

Truth Of Bengal: প্রথমে খুন তারপর সেই দেহের প্রতিটা অংশকে কুচি করে প্রেসার কুকারে সিদ্ধ। এমনই নৃশংস হত্যা করে নিজে মুখেই শিকার করলেন একজন অবসরপ্রাপ্ত সেনাকর্মী। তার এমন বক্তব্যে মাথায় বাজ পরার মত অবস্থা হল পুলিশের।

হায়দরাবাদের এমনই ঘটনার কথা শুনে দ্রুত যাচাই শুরু করেছে পুলিশ। জানা গেছে, গত ১৬ জানুয়ারি থেকে বছর পঁয়ত্রিশের বেঙ্কট মাধবী নিখোঁজ ছিলেন। এরপর তার খোঁজ না পেয়ে ১৮ জানুয়ারি পরিবারের তরফে থানায় নিখোঁজ হয়ে যাওয়ার ডায়েরি করা হয়। জানা যায়, দাম্পত্য কলহের জেরে বাড়ি ছেড়ে চলে গিয়েছেন ওই মহিলা। নিখোঁজ হওয়ার ডায়েরি দায়ের হতেই মহিলাকে খোঁজ করতে শুরু করেন। এই ঘটনায় ওই মহিলার স্বামী গুরু মূর্তি পুলিশকে জানান, তিনি নিজেই তার স্ত্রীকে খুন করে দেহ টুকরো টুকরো করে প্রেশার কুকারে সেদ্ধ করে ফেলেছেন।

আরও জানা যায়, নিখোঁজ ওই মহিলার স্বামী বর্তমানে একটি সংস্থায় নিরাপত্তারক্ষীর কাজ করেন। ওই ব্যাক্তিটি তিনি দাবি করেন, গত ১৫ জানুয়ারি তিনি স্ত্রীকে খুন করেন। এরপর স্ত্রীর দেহকে নিশ্চিহ্ন করতে দেহটিকে টুকরো টুকরো করে কাটেন। শরীরের মাংস এবং হাড় আলাদা করেন ও হামানদিস্তা দিয়ে গুঁড়ো গুঁড়ো করেন। মাংসের টুকরোগুলিকে প্রেসার কুকারে সিদ্ধ করে ফেলেন।

শেষপর্যন্ত সেদ্ধ হওয়া মাংস এবং হাড়ের গুঁড়োগুলিকে মীরপেট হ্রদে ফেলে দেন বলে দাবি মূর্তির। পুলিশ সূত্রে জানা যায়, এই পুরো কাজটি করতে তার তিনদিন সময় লাগে। তার এহেন বক্তব্য শুনে পুলিশ মীরপেট হ্রদে ওই মহিলার দেহাবশেষ খুঁজতে শুরু করেন। তবে বুধবার রাত পর্যন্ত তল্লাসি চালিয়েও ওই মহিলার দেহ উদ্ধার করতে ব্যর্থ হয় হায়দরাবাদ পুলিশ।

Related Articles