দেশজুড়ে প্রায় ১২ টি রাজ্য সভার আসনে ভোট হতে চলেছে আগামী ৩রা সেপ্টেম্বর
About 12 Rajya Sabha constituencies across the country are going to vote on September 3

The Truth Of Bengal: দেশজুড়ে প্রায় ১২ টি রাজ্য সভার আসনে ভোট হতে চলেছে আগামী ৩রা সেপ্টেম্বর। বিজ্ঞপ্তি জারি করে জানাল জাতীয় নির্বাচন কমিশন। অসাম, ত্রিপুরা, ও বিহার, হরিয়ানা, মধ্যপ্রদেশ , রাজস্থান এবং মহারাষ্ট্র , তেলেঙ্গানা ও ওড়িশা মত রাজ্য মিলিয়ে ১২ টি রাজ্য সভা আসনে ভোট হবে ৩ সেপ্টেম্বর।
অসাম থেকে কামাখ্যা প্রসাদ তাসা, সর্বানন্দ সোনোয়াল, বিহার থেকে ভারতী মিশ্র, বিবেক ঠাকুর, হরিয়ানা থেকে দীপেন্দ্র সিংহ হুডা, মধ্যপ্রদেশ থেকে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, মহারাষ্ট্র থেকে উদয়নরাজে ভোঁসলে, পিযুষ বেদপ্রকাশ গোয়াল, রাজস্থান থেকে কে কি বেনুগোপাল, ত্রিপুরা থেকে বিপ্লব কুমার দেব রাজ্যসভার সদস্যতার মেয়াদ শেষ হচ্ছে। এছাড়া তেলেঙ্গানা থেকে কে কেশব রাও এবং ওড়িশা থেকে মমতা মোহন্তা রাজ্য সভা সদস্যতার থেকে পদত্যাগ করেছেন। এই মর্মে আগামী ১৪ আগস্ট বিজ্ঞপ্তি প্রকাশ করবে জাতীয় নির্বাচন কমিশন।
দেশজুড়ে প্রায় ১২ টি রাজ্য সভার আসনে ভোট হতে চলেছে আগামী ৩রা সেপ্টেম্বর pic.twitter.com/VSiGHAwSqJ
— TOB DIGITAL (@DigitalTob) August 8, 2024
২১ আগস্ট মনোনয়ন পত্র দাখিল করার শেষ দিন। ২২ আগস্ট মনোনয়ন পত্র যাচাই করা হবে। ২৬ আগস্ট অসাম, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং ত্রিপুরা মনোনয়ন পত্র প্রত্যাহার করার শেষ দিন। অথচ বিহার, হরিয়ানা, রাজস্থান, তেলেঙ্গানা এবং ওড়িশা জন্য মনোনয়ন পত্র প্রত্যাহার করার শেষ দিন ২৭ আগস্ট। রাজ্য সভার ভোট হবে আগামী ৩ রা সেপ্টেম্বর।ভোট চলবে সকাল ৯ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত। বিকেল ৫ টায় শুরু হবে গণনা। তার পরেই ঘোষণা হবে ১২ টি আসনে জয়ী প্রার্থীদের দের নাম।