দেশ

পরপর তিরুপতি মন্দিরে ঘটে যাওয়া দুর্ঘটনায় বাতিল তদন্তের নির্দেশ

Abandoned probe ordered into successive Tirupati temple accidents

Truth Of Bengal: চলতি মাসেই পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছিল তিরুপতি মন্দিরে। ৬ জন ভক্তের মৃত্যু হয়েছিল। তার আগেই মন্দিরের প্রসাদী লাড্ডুর আগুন লেগে গিয়েছিল। একের পর এক তিরুপতি মন্দির চত্বরে এই দুর্ঘটনার কারণে কেন্দ্রের তরফ থেকে নির্দেশ দেওয়া হয় তদন্তের। তবে সোশ্যাল মিডিয়াতে ভক্তদের কড়া সমালোচনার মুখে পড়ে সেই সিদ্ধান্ত বাতিল করে কেন্দ্রীয় সরকার। তিরুপতি মন্দিরে এই একের পর এক দুর্ঘটনায় কেন্দ্রীয় সরকারের তরফ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়। তারপরই তিরুপতি মন্দিরে গিয়ে ওই পরিস্থিতি খতিয়ে দেখার নির্দেশ দেয় স্বরাষ্ট্র মন্ত্রক। রবিবার ও সোমবার ওই মন্দিরে দিয়ে পরিস্থিতি খতিয়ে দেখার কথা ছিল সচিব সঞ্জীবকুমার জিন্দলের। তবে এই নির্দেশিকার পরই সোশ্য়াল মিডিয়াতে ভক্তরা তিরুপতিতে কেন্দ্রের হস্তক্ষেপ নিয়ে শোরগোল শুরু করে। পরবর্তীতে সাধারন মানুষের ক্ষোভের মুখে পড়ে পিছু হটল কেন্দ্র।

প্রসঙ্গত, চলতি মাসের মাসের ৮ তারিখ, তিরুপতি মন্দিরে টিকিট বিলি করাকে কেন্দ্র করে শুরু হয় হুড়োহুড়ি। তাতেই পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু হয়। আরও বেশ কয়েক জন জখম হন। শোক প্রকাশ করতে শোনা যায়, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী। প্রশ্নের মুখে নিরাপত্তা ব্যবস্থা। ওই ঘটনার কিছুকদিন পর ১৩ জানুয়ারি, মন্দির চত্বরে লাড্ডু বিতরণ কেন্দ্রে ঘটে অগ্নিকাণ্ডের ঘটনা।

Related Articles