দেশ

দিল্লি পুরনিগমের মেয়র নির্বাচনে আপের জয়, তবে চিন্তায় রাখছে ক্রস ভোটিং

AAP's victory in Delhi Municipal Corporation mayor election raises concerns over cross-voting

Truth Of Bengal: বিধানসভা নির্বাচনের আগে দিল্লি পুরনিগমের মেয়র নির্বাচনে জয় পেল আম আদমি পার্টি (আপ)। যদিও জয়ের ব্যবধান ছিল খুবই সামান্য, তবুও মহেশ খিচি আপের প্রার্থী হিসেবে দিল্লির নতুন মেয়র নির্বাচিত হয়েছেন। তবে, দলের কিছু অভ্যন্তরীণ সমস্যার কারণে অরবিন্দ কেজরিওয়াল ও তার দলের জন্য চিন্তার বিষয় রয়েছে, বিশেষ করে কাউন্সিলরদের ক্রস ভোটিং নিয়ে।

২০২২ সালের দিল্লি পুরনিগম নির্বাচন ছিল অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। সেবার আপ ১৩৪টি আসন পেয়েছিল, বিজেপি পায় ১০৪টি এবং কংগ্রেস পেয়েছিল ৯টি আসন। দিল্লি পুরনিগমের নিয়ম অনুযায়ী, মেয়রের পদ প্রথম বছরে মহিলাদের জন্য সংরক্ষিত থাকে, পরের বছরে তফসিলি জাতি-উপজাতির জন্য। ২০২২-এ আপের মেয়র ছিলেন শেলি ওবেরয়। এবার, আপ প্রার্থী করেছে মহেশ খিচিকে, আর বিজেপি প্রার্থী করেছে কিষাণ লালকে।

বৃহস্পতিবার রাতে নির্বাচনের ফল ঘোষণা হয়। আপ প্রার্থী পেয়েছেন ১৩৩টি ভোট, বিজেপি পেয়েছে ১৩০টি ভোট, আর দুটি ভোট বাতিল করা হয়। কংগ্রেসের ৭ কাউন্সিলর ভোট বয়কট করেন। জয়লাভের পর আপ কাউন্সিলররা পুরসভায় ‘জয় ভীম’ স্লোগান দিয়ে উৎসাহিত হন।

তবে, আপের জন্য বড় চিন্তা হলো ক্রস ভোটিং। বিজেপি দাবি করেছে, আটজন আপ কাউন্সিলর তাদের পক্ষে ভোট দিয়েছেন। যদিও আপ এই অভিযোগ অস্বীকার করেছে। এছাড়া, মেয়র নির্বাচনে পরাজয়ের পর বিজেপি তাদের ডেপুটি মেয়র প্রার্থী প্রত্যাহার করে নেয়, ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন আপের প্রার্থী।

Related Articles