দেশ

উচ্চ আয়ের ফাঁদে পড়ে অনলাইন প্রতারণার শিকার মহিলা, খোয়ালেন প্রায় ১৫ লক্ষ

A woman, a victim of online fraud expecting high income, lost around 15 lakhs

Truth Of Bengal: বর্তমানে অনলাইন স্ক্যামের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। সম্প্রতি এমনই স্ক্যামের শিকার হলেন হায়দ্রাবাদের মানি গুন্ডার এক ৪৩ বছর বয়সী মহিলা। যিনি এই অনলাইন স্ক্যামের জেরে প্রায় ১৫ লক্ষ টাকা হারিয়েছেন। স্ক্যামাররা নিজেদের SBl-এর সিকিউরিটিজের আধিকারিক পরিচয় দিয়ে ওই মহিলাকে উচ্চ আয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রলুব্ধ করেন।

চলতি বছরের আগস্টে তিনি ‘SBI সিকিউরিটিজ ইন্টারন্যাশনাল অ্যাকাউন্ট’ বিষয়ক একটি হোয়াটসঅ্যাপ বার্তা পেয়েছিলেন। যেখানে দাবি করা হয়েছিল, ব্যবসায় দক্ষতা বাড়ানোর পাশাপাশি বিনিয়োগের রিটার্ন উন্নতি পাবেন তিনি। SBI-এর নাম থাকায় কোন রকম সন্দেহ ছাড়াই ওই বিনিয়গে আগ্রহ দেখিয়ে হোয়াটসঅ্যাপে তাদের একটি প্রতারণামূলক ‘এসবিআই সিকিউরিটিজ গ্রুপে’ যুক্ত হন ওই মহিলা। তারপর স্ক্যামাররা তাকে ‘এসবিআই-আইএনটি’ নামে একটি ভুয়ো ট্রেডিং অ্যাপ ডাউনলোড করতে রাজি করান। তারপর ট্রেডিংয়ের নাম করে SBI-এর অফিসিয়াল কোন প্ল্যাটফর্ম বলে জানান।

ওই প্রতারকরা আইপিও বরাদ্দ এবং ব্লক ট্রেড সহ একাধিক বিনিয়োগের মাধ্যমে উচ্চ আয়ের প্রস্তাব দিয়েছিল। শুরুতে ওই মহিলা ছোট বিনিয়োগ করে সাফল্য পান, তার পরই তিনি অবদান বাড়াতে উৎসাহিত হন। তারপর থেকে তিনি একাধিক বৈধ স্টকে বিনিয়োগ করেন।

কিন্তু ভুক্তভোগী ওই মহিলা যখন নিজের প্রাথমিক বিনিয়োগ এবং মুনাফা তুলে নেওয়ার চেষ্টা করেন সে সময় স্ক্যামাররা ওই তহবিল ছেড়ে দেওয়ার জন্য ‘কর’ হিসাবে অতিরিক্ত ২২ লক্ষ টাকা দাবি করে। তারপর ওই মহিলার সন্দেহ হয়, কিন্তু ততক্ষণে তিনি প্রায় ১৫ লক্ষ টাকা হারিয়ে ফেলেছেন। তাকে ২৫০০০ টাকার টোকেন রিটার্ন করা হয়।

নিজের সাথে প্রতারণা হয়েছে বুঝতে পেরে ওই মহিলা হায়দ্রাবাদ সাইবার ক্রাইম পুলিশের দারস্থ হয়ে অভিযোগ দায়ের করেন। ইতিমধ্যে কর্তৃপক্ষ এই ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে।

এই ধরনের স্ক্যামের হাত থেকে রেহাই পেতে এমন বিনিয়োগ অফারগুলি যাচাই ও অজানা অ্যাপ ডাউনলোড করা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। আর সবসময় অফিসিয়াল মাধ্যমের মধ্য দিয়ে নিজেদের আর্থিক লেনদেন করার কথা জানিয়েছেন৷ এর পাশাপাশি বলা হয়েছে, বিনিয়োগের আগে প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যোগাযোগ করে বিনিয়োগের বৈধতা নিশ্চিত করা উচিত।

Related Articles