দেশ

বৈদ্যুতিক তারে সাইকেল জড়িয়ে মৃত্যু স্কুল পড়ুয়ার, গুরুতর জখম সহপাঠী

A school student died, a classmate was seriously injured after his bicycle got caught in an electric wire

Truth Of Bengal:  বুধবার বিকেলে অন্ধ্রপ্রদেশের কাডাপ্পা শহরে স্কুল থেকে বাড়ি ফেরার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল ১১ বছরের এক স্কুল পড়ুয়ার। ঘটনায় গুরুতর জখম হয়েছে তারই সহপাঠী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে সাইকেলে চেপে তানভীর এবং আদম নামে দুই স্কুল পড়ুয়া গল্প করতে করতে বাড়ি ফিরছিল। সাইকেল চালাচ্ছিল তানভীর এবং পিছনে বসেছিল আদম।

তারা যেই রাস্তা ধরে বাড়ি ফিরছিল সেই রাস্তাতে একটি বৈদ্যুতিক খুঁটি থেকে তার ছিড়ে রাস্তার উপর ঝুলছিল। হঠাৎ সেই বৈদ্যুতিক তারটি তাদের সাইকেলের সঙ্গে জড়িয়ে যায়। কোন কিছু বোঝার আগেই বিদ্যুৎপৃষ্ট হয় তানভীর এবং আদম। সেই দেখে স্থানীয়রা ছুটে আসেন এবং তাদের উদ্ধার করেন। কিন্তু ততক্ষণে ঘটনস্থলে মৃত্যু হয় তানভীরের। আদমকে গুরুতর যখন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা এই ঘটনায় বিদ্যুৎ দুফতররের ওপর ক্ষোভ উপড়ে দেন। স্থানীয়দের অভিযোগ বিদ্যুৎ কর্মীরা ঠিকমতো এলাকা পরিদর্শন করতে আসে না। যেই ঘটনাটি ঘটেছে সেটি অন্য কারোর সঙ্গে ঘটতে পারতো। বিদ্যুৎ দফতরের গাফিলতির জন্য প্রাণ গেল ওই পড়ুয়ার। পুলিশ এই ঘটনায় একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বৈদ্যুতিক তাদের সঙ্গে খোলা অবস্থায় ডিশ টিভির তারের জড়িয়ে থাকার কারণেই এই দুর্ঘটনা। এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন কাডাপ্পার বিধায়ক মাধব রেড্ডি এবং মৃতের পরিবারকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। পাশাপাশি বিদ্যুৎ দফতরের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন।

Related Articles