হড়পা বানে ভাসিয়ে নিয়ে গেল কুলুর একাংশ
A part of Kulu was carried away by the Harpa Bane

Bangla Jago Desk : আবার ফিরে এল চেনা ছবি। মেঘ ভাঙা বৃষ্টির জেরে হড়পা বানে বিপর্যস্ত হিমাচল প্রদেশের কুলু। প্রবল বেগে পাহাড় থেকে নেমে আসা জলের তোড়ে সামনে থাকা সব কিছু ভেসে গিয়েছে। এবার এই প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়ল তোশ এলাকা। মেঘ ভাঙা বৃষ্টির পর তোশ নালায় হড়পা বান আসে। তাতে এমন বিপর্যয়ের মুখে পড়ে কুলু। প্রতিবছর এই ঘটনা খুব চেনা ছবি হিমাচলে। তবে এদিনের এই ঘটনায় প্রাণহানির ঘটনা না ঘটলেও ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর। প্রশাসনের তরফে একটি টিম পাঠানো হয়েছে এলাকার ক্ষয়ক্ষতির পরিমাণ দেখতে।
বর্ষার সময় আচমকা মেঘভাঙা বৃষ্টি নামে পাহাড়ি এই রাজ্যে। তাতে প্রচুর জল জমে ছোট ছোট হ্রদ ও নদী-নালায়। সেই জল উপচে পড়ার পর বিপর্যয় নেমে আসে। তাই এখন প্রশাসনের তরফ থেকে নদী নালার আশপাশে থাকা বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সেই সঙ্গে। সেইসঙ্গে এলাকায় যদি কোনও অবৈধ নির্মাণ হয় তা হলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
এদিকে, গত কয়েকদিন ধরে টানা গরম চলছেছিল হিমাচলের উনায়। বৃষ্টি নামায় এখন সেখানে স্বস্তি ফিরেছে। প্রবল বৃষ্টিতে এলাকার রাস্তাগুলি জলমগ্ন হয়ে পড়েছে। আজ ও আগামীকাল এখানে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। জারি করা হয়েছে ‘কমলা’ সতর্কতা।