দেশ

হরিয়নার গুরুগ্রামে মাঝরাতে বহুতলে অগ্নিকাণ্ড, মৃত ৪

A multi-storey fire broke out at midnight in Haryana's Gurugram

Truth of Bengal: ঘরের মধ্যেই ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে মৃত চার যুবক। শুক্রবার মাঝরাতে হরিয়নার গুরুগ্রামের ঘটনায় চাঞ্চল্য। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল। শনিবার সকালে চার যুবকের ঝলসানো দেহ উদ্ধার করে পুলিশ। আগুন লাগার কারণ খতিয়ে দেখে পুলিশ বিহারের চার যুবকের অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর খবর। হরিয়ানার গুরুগ্রামে মধ্যরাতে ঘটে যাওয়া ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য।

মৃতরা মহম্মদ মুস্তাক, নুর আলম, সাহিল ও আমন। সূত্রের খবর এই চার যুবকই কর্মসূত্রে গুরুগ্রামের জে ব্লকে বাড়ি ভাড়া করে থাকতেন। মুস্তাক এবং আমন একটি দরজির কারখানায় কর্মরত ছিলেন। পুলিশের প্রাথমিক অনুমান, আগুন মধ্যরাতে লাগায়, তারা ঘুমন্ত অবস্থায় ঘরের ভেতর থেকে বেরোনোর সুযোগ পাননি।

যার জেরে চারজনই অগ্নিদগ্ধ হয়ে মারা যান। স্থানীয় সূত্রে জানা যায়, কিছু পোড়া গন্ধ পেয়ে বাইরে বেরিয়ে দেখতেই বহুতলের একটি ঘর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। আশেপাশে থাকা বাসিন্দাদের ডেকে নিয়ে সেখানে যেতে যেতেই গোটা ঘরে ছড়িয়ে পড়েছিল আগুন। এই খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল।

তবে সেই ঘরে থাকা চারজনকে উদ্ধার করা সম্ভব হয়নি। কিছু আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়, তা জানতেই তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, শর্ঠসার্খিট থেকে ঘটেছে অগ্নিকাণ্ডের ঘটনা। তদবে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে আঘুন লাগার পরও কেন যুবকরা টের পাননি? তবে পুলিশ জানাচ্ছে, ময়নাতদন্তের পরই মৃত্যুর কারণ স্পষ্টভাবে জানা যাবে।

Related Articles