দেশ

পুরুষাঙ্গ কেটে, চোখ উপড়ে খুন! আটক ৩ অভিযুক্ত

A man was murdered by cutting off his penis and gouging out his eyes

Truth Of Bengal : আরজি কর কাণ্ডের মাঝে ফের এক নৃশংস ঘটনার স্বাক্ষী থাকল গোটা দেশ। তবে কী ঘটল এবার? এবার ফের ৩৫ বছর বয়সী এক ব্যক্তিকে নৃশংসভাবে হত্যা। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বারাবাঙ্কি জেলার হায়দারগড় কোতোয়ালি এলাকার জ্ঞানখেদা গ্রামে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

জানা যায়, উত্তরপ্রদেশের বারাবাঙ্কি জেলার হায়দারগড় কোতোয়ালি এলাকার জ্ঞানখেদা গ্রামে ৩৫ বছর বয়সী এক ব্যক্তি বসবাস করত। নাম, গোবিন্দ। বিশিষ্ট এক সংবাদ সংস্থা সূত্রে খবর, ওই গ্রামের এক পুকুর থেকে গোবিন্দের মৃতদেহ উদ্ধার হয়েছে। তবে মৃতদেহটি মোটেও স্বাভাবিক নয়! মৃতদেহ দেখে বোঝা যাচ্ছে, কে বা কারা গোবিন্দের যৌনাঙ্গ ও চোখ তুলে ফেলেছে। এই ধরনের চরম নির্যাতনের ঘটনা সত্যি আজও ঘটে এমন মানতে অবাক লাগলেও এটাই সত্যি। আজও কিছু মানুষ রয়েছে যারা নিজেদের দেহের চাহিদা মেটাতে কিংবা কোন ক্ষোভ মেটাতে রাগের বসে এরুপ জঘন্য অপরাধমূলক ঘটনা ঘটিয়ে থাকে। যখন মৃতদেহটি উদ্ধার হয় তখন গোবিন্দের হাত-পা বাঁধা ছিল বলে জানা যাচ্ছে।

এই নৃশংস ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার অখিলেশ নারায়ণ সিং জানান, “এই ঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে একই গ্রামের তিনজন চেনা এবং বাকি একজন অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এই ঘটনায় এখনও পর্যন্ত ৩ সন্দেহভাজনকে আটক করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অখিলেশ নারায়ণ সিং ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন, “কে বা কারা এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত তাঁদের খুঁজে বের করব আমরা”।

Related Articles