মানুষের থাকার জায়গা, নাকি পায়রার খোপ, মুম্বইতে 1BHK ফ্ল্যাটের সাইজ দেখে তাজ্জব নেটিজেনরা, ভাইরাল ভিডিও
Viral 1BHK Flat

The Truth of Bengal: ভারতের মধ্যে সবচেয়ে দামী শহরগুলির শীর্ষ তালিকায় রয়েছে মুম্বই। এই শহরে বাস ১৭ কোটি মানুষের। দেশের বিভিন্ন কোনা থেকে রুজি রুটির টানে ভিড় জমান বহু মানুষ। দিনের পর দিন যেহারে এই শহরে নাগরিক সংখ্যা বাড়ছে, সেভাবে বাড়েনি নতুন থাকার জায়গা। ফলে, ক্রমেই ঘিঞ্জি হচ্ছে শহর। সময়ের সঙ্গে ছোট হচ্ছে থাকার জায়গা। দিল্লি ও মুম্বইয়ের ক্ষেত্রে সবচেয়ে বিখ্যাত যেটি ছিল তা হল, বস্তি বা চৌল। বহু জায়গায় সেই ছবিটা বদলে রূপ নিয়েছে মিডিওকার অ্যাপার্টমেন্টের। কিন্তু সেই অ্যাপার্টমেন্টগুলি কেমন?
কথায় বলে, বাস্তব কল্পনার থেকেও বিচিত্র, অতি সম্প্রতি ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে এক যুবককে দেখা যাচ্ছে, তিনি ঘুরে দেখাচ্ছেন মুম্বইয়ে 1BHK ফ্ল্যাট কেমন হতে পারে। অনেকটা রিয়েল এস্টেট এজেন্টের ধাঁচে ঘুরে দেখাচ্ছেন একটি এক রুমের ছোট ফ্ল্যাটে কত কী আছে! তিনি বলছেন, ‘কম্প্রোমাইজতো করতেই হবে বস’ কারণ এটা দক্ষিণ মুম্বই।
এই পোস্ট দেখার পরে স্বভাবতই প্রতিক্রিয়া দিয়েছেন, নেটনাগরিকরা। অনেকে বলেছেন, এই ভিডিও দেখেই, তঁদের শ্বাসরুদ্ধ হয়ে আসছে। ভিডিও মজার ছলে বানানো হলেও, এই পরিস্থিতি থেকে একদম বাস্তব, তা স্বীকার করে নিয়েছেন মুম্বইয়ের একাধিক রিয়েল এস্টেট এজেন্টের। তাঁদের দাবি, দিনের পর দিন যেভাবে মুম্বইয়ে মানুষ ভিড় জমাচ্ছেন, সেখানে কোটি টাকা খরচ করেও অনেকে এমন একটুকরো জমি পাচ্ছেন না। পরিস্থিতি আগামী দিনে আরও ভায়াবহ হতে পারে।