দেশ

হাড্ডাহাড্ডি লড়াই শুরু, মহারাষ্ট্র-ঝাড়খণ্ড মসনদে বসবে কে?

A fierce battle has begun, who will sit in the Maharashtra-Jharkhand assembly?

Truth Of Bengal: শুরু মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন। মহারাষ্ট্রে একদফাতেই ভোট রয়েছে অপরদিকে, ঝাড়খণ্ডে দ্বিতীয় তথা শেষ দফার নির্বাচন চলছে ৩৮টি বিধানসভা আসনে। অন্যদিকে ২৮৮ আসনে এক দফাতেই ভোটগ্রহণ হচ্ছে মহারাষ্ট্রে। ভোট গ্রহণ শুরু হতেই সকাল সকাল ভোট দিলেন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী তথা বারামতীর প্রার্থী অজিত পওয়ার। ঝাড়খণ্ডে সকাল থেকেই বিভিন্ন বুথে ভোটারদের লম্বা লাইন।

এনডিএ না কি বিরোধী জোট ‘ইন্ডিয়া’? কে বসবে দুই রাজ্যের মসনদে, তা ঠিক হবে বুধেই। আগামী শনিবার রয়েছে ভোটগণনা। এই দুই রাজ্যের বিধানসভা নির্বাচনে ভবিষ্যৎ কী হতে চলেছে, তা দেখার জন্য মুখিয়ে রয়েছে গোটা দেশ। এর আগে গত ১৩ নভেম্বর বাংলার পড়শি রাজ্যের ৪৩ আসনে ভোটগ্রহণ পর্ব মিটেছে। তবে এবারে মহারাষ্ট্রে ভোটে নির্বাচিত প্রার্থীদের জয়-পরাজয় নির্ভর  করছে ন’কোটি ৭০ লক্ষের বেশি মানুষের হাতে। মরাঠাভূমে মূল লড়াই বিজেপি-শিবসেনা –এনসিপির জোট ‘মহাজুটি’এবং কংগ্রেস-শিবসেনা –এনসিপির ‘মহাবিকাশ আঘাড়ী’র মধ্যে। তবে লড়াইয়ের ময়দানে রয়েছে বেশ কয়েকটি আঞ্চলিক দলও।

এবারে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। মহারাষ্ট্রের ভোটে আঞ্চলিক দল একটা বড় ‘ফ্যাক্টর’  হওয়ার সম্ভাবনা প্রবল ভাবে রয়েছে বলেই মনে করছেন অনেকে। অপর দিকে, ঝাড়খণ্ডে ক্ষমতার দখলের লড়াইয়ে ‘ইন্ডিয়া’ এবং ‘এনডিএ’-র মধ্যে চলছে জোর টক্কর। এবারের ঝাড়খণ্ড ভোটের লড়াইটা বেশ কঠিন হতে পারে বলেই অনেকে মনে করছে। কারণ, জমি কেলেঙ্কারি, দুর্নীতির পাশাপাশি ‘জমি জিহাদে’ মদত দেওয়ার অভিযোগে সরগরম ঝাড়খণ্ডের রাজনীতি। শুধু তাই নয়, নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ— প্রচারে গিয়ে ঝাঁজ বাড়িয়েছেন সেখানকার সরকারের বিরুদ্ধে।

অপরদিকে সরগরম মহারাষ্ট্র ভোট। নির্বাচন শুরুর আগেই বিজেপি নেতার বিরুদ্ধে কোটি কোটি টাকা ভোটারদের মধ্যে বিলিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগ উঠল। তবে বুধেই দুই রাজ্যে অগ্নিপরীক্ষা হতে চলেছে। এবারের মহারাষ্ট্র নির্বাচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ মহা বিকাশ আগাড়ি সরকার ভাঙার পরে এই প্রথম হতে চলেছে নির্বাচন। একদিকে দুই শিবসেনার মধ্যে লড়াই, অন্যদিকে শরদ পওয়ার বনাম অজিত পওয়ারের এনসিপির লড়াই। ঝাড়খণ্ডে ইন্ডিয়া বনাম এনডিএ। তবে শেষমেশ এটাই দেখার যে দুই রাজ্যে আসলে চওড়া হাসি কে হাসে? তবে তার জন্য অপেক্ষা করতে হবে ২৩  নভেম্বর, ফল প্রকাশের জন্য।

Related Articles