দেশ

এক দশক ‘ভোট নেই’ কাশ্মীরে, বিধানসভা ভোট ঘোষণায় ব্রাত্য ভূস্বর্গ

A decade of 'no vote' in Kashmir, assembly polls announced

The Truth Of Bengal: সেপ্টেম্বর মাসের মধ্যে বিধানসভা ভোট করানোর নির্দেশ ছিল সুপ্রিম কোর্টের। লোকসভা নির্বাচনের সঙ্গে সঙ্গে ৪ রাজ্যে  বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ পেলেও ব্রাত্য থেকে গেল জম্মু ও কাশ্মীরে ভোট ঘোষণা। গত এক দশক নির্বাচন বন্ধ রয়েছে ভূস্বর্গে। বিধানসভা ভোটের  নির্ঘণ্ট ঘোষনা না হওয়ায় হতাশ জম্মু-কাশ্মীরের নাগরিকরা।

  লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন। সেইসঙ্গে ৪ রাজ্যের বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, অরুণাচল প্রদেশ ও সিকিমে বিধানসভা নির্বাচন হবে লোকসভা ভোটের সঙ্গে সঙ্গেই। তবে নির্বাচন হচ্ছে না জম্মু ও কাশ্মীরে। ২০১৪ সালের নভেম্বর-ডিসেম্বরে শেষ বার বিধানসভা নির্বাচন হয়েছিল অবিভক্ত জম্মু ও কাশ্মীরে। ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বাতিল হয় ২০১৯ সালে। এর সঙ্গে সঙ্গে জম্মু ও কাশ্মীরের বিশেষ অধিকার এবং রাজ্যের মর্যাদা বিলোপ পায়। এর তিন বছর আগেই রাজনৈতিক অচলাবস্থার কারণে  জম্মু ও কাশ্মীরের বিধানসভা ভেঙে দেওয়া হয়েছিল। বর্তমানে জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল। চাকরি বিধানসভা ভোট ঘোষণা হলো জম্বু ও কাশ্মীরে ভোট ঘোষণা না হয় হতাশ সেখানকার নাগরিকরা। এক দশকে বিধানসভা ভোট বন্ধ ভূস্বর্গে। তবে মুখনির্বাচন কমিশনার রাজীব কুমার দেশের লোকসভা নির্বাচন ঘোষণার সময় বলেছেন দ্রুত জম্মু ও কাশ্মীরের নির্বাচন করাতে বদ্ধপরিকর তারা। গত বছর ডিলিমিটেশন কমিশন জম্মু ও কাশ্মীরে আসন  পুনর্বিন্যাস ঘটিয়েছে। ৮৩ আসন থেকে বেড়ে ৯০ আসন হয়েছে সেখানে। তবে নির্বাচন কবে হবে তা নিশ্চিত নয়। গত বছরের ডিসেম্বরে জম্মু-কাশ্মীরের ৩৭০ ধারা বাতিল নিয়ে সুপ্রিম কোর্ট মোদি সরকারের পক্ষেই রায় দেয়।

তারপর থেকেই সেখানে বিধানসভা নির্বাচনের বাধা কেটে যায়। ২০২৪ সালের সেপ্টেম্বরের মাসের মধ্যে বিধানসভা নির্বাচনের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। জাতীয় নির্বাচন কমিশনের ঘোষণায় চার রাজ্যের নির্ঘণ্ট প্রকাশ পেলেও ব্রাত্য থেকে গেল জম্মু ও কাশ্মীর। তবে সেখানকার পাঁচটি লোকসভা কেন্দ্র এবং লাদাখের একটি লোকসভা কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে।

Related Articles