দেশ

গোমাংস খাওয়ার অপরাধে বিজেপি শাসিত রাজ্যে পিটিয়ে খুন বাংলার যুবককে

A Bengali youth was beaten to death in a BJP-ruled state for the crime of eating beef

Truth Of Bengal : অপরাধ গোমাংস খাওয়া! মিলল কড়া শাস্তি। ঘটনাটি ঘটেছে বিজেপিশাসিত হরিয়ানায়। ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কাঠগড়ায় হরিয়ানার পুলিশ। পুলিশের বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগ মৃত পরিজনদের।

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম সাবির মল্লিক। বয়স ২৩। দীর্ঘ কয়েক বছর ধরে সাবির হরিয়ানায় কাগজ কুড়ানির কাজ করত। তিনি বসবাস করতেন বাড্ডা থানা সংলগ্ন এলাকায়। অভিযোগ, হরিয়ানাতেই সাবিরকে পিটিয়ে খুন করা হয়েছে। এখানেই শেষ নয়! খালের পাশ থেকে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়েছে। এরপর সাবিরের সঙ্গী সুজাউদ্দিন সর্দার তাঁর পরিবারে খবর দেয়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে দৌড়ে আসে মৃতের পরিবারের সদস্যরা।

সুজাউদ্দিন সর্দার জানান, “আমরা যেখানে থাকতাম, সেখানে গোমাংস খাওয়া বারণ ছিল। তাই আমরা কেউই খেতাম না।” এরপর তাঁর অভিযোগ, “ওখানে অসমের কিছু শ্রমিক থাকে। ওরা গোমাংস খায়। তারাই সাবিরকে ফাঁসিয়েছে। গোরক্ষা কমিটির লোকজন মঙ্গলবার সাবিরকে বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে মারে”। ঘটনায় হরিয়ানা পুলিশের তরফ থেকে এখনও পর্যন্ত কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এখানেই শেষ নয়, এখনও পর্যন্ত মৃত ব্যক্তির ময়নাতদন্তের রিপোর্টও পাওয়া যায়নি। বিষয়টি সম্পর্কে বাংলার পুলিশকে জানানো হলে তৎপরতা শুরু করেন তাঁরা। তবে এখনও পর্যন্ত কোন অভিযোগ হানায় দায়ের করা হয়নি। তবে এটি সত্যি খুন নাকি এর পেছনে রয়েছে অন্য কোন রহস্য তা তদন্ত সাপেক্ষ।

Related Articles