দেশ

সুরাটে তাসের ঘরের মতো ভেঙে পড়ল ৬ তলার বহুতল, মৃত কমপক্ষে ৭

A 6-storey multi-storey building collapsed like a house of cards in Surat

The Truth of Bengal: গুজরাটে আবারও ভেঙে পড়ল বহুতল। এবার সুরাটের শচিনপালি গ্রামে বহুতল বিপর্যয়ে কমপক্ষে ৭জনের  মৃত্যু হল। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা। লাগাতার বৃষ্টির মাঝে বাড়িটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বহুতল।দুর্ঘটনাস্থল থেকে এক মহিলাকে বের করে আনা হয়।তিনি কোনক্রমে বেঁচে যান।তবে আরও ১৫জন ব্যক্তি জখম হয়েছেন।দমকলের মুখ্য আধিকারিক বসন্ত পারিক জানিয়েছেন,সারা রাত ধরে খোঁজাখুজির পর ৭টি মৃতদেহ উদ্ধার করা গেছে।মৃতের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়ে গেছে বলেও দমকলের আধিকারিকরা জানিয়েছেন।

জানা গেছে,বিশালাকার বহুতলে  ৩০টির মতো ফ্ল্যাট রয়েছে। যে বহুতল ভেঙে পড়েছে সেটি ২০১৭ সালেই তৈরি করা হয়েছিল বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশের পাশাপাশি দমকল কর্মীরাও উদ্ধারকাজে হাত লাগান।আট বছর আগে তৈরি বহুতলের রক্ষণাবেক্ষণ নিয়ে কেন প্রশাসন নজর দেয়নি সেকথা স্থানীয়দের একাংশ প্রশ্ন তুলছে।যাঁরা গুরুতর জখম হয়ে পড়েছেন তাঁরা বেশ আতঙ্কিত।প্রশ্ন উঠছে, মাত্র ৭ বছর আগের তৈরি হওয়া বহুতল  কীভাবে এভাবে ভেঙে পড়ল ?  অনেকেই মনে করছেন, বিগত কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে, ফলে সেই কারণেই এই বিপত্তি। বৃষ্টির জল জমে হয়তো বাড়ির ভিত দুর্বল করে দেয়,তাই বিপর্যস্ত হয়ে পড়ে বাড়িটি। বাড়িটির নির্মাণকাজে ত্রুটি ছিল  বলে অনেকের অভিমত। সেজন্য স্থানীয়রা বলছেন,নির্মাণকাজে ত্রুটি থাকার জন্যই  এত কম সময়ে  এভাবে বাড়িটি ভেঙে পড়েছে। যদিও কী কারণে বাড়িটি ভেঙে পড়েছে তার সঠিক কারণ জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

সুরাটের জেলাশাসক সৌরভ পারদি জানিয়েছেন, একটি বহুতল ভেঙে পড়েছে। প্রাথমিক তথ্য অনুয়ায়ী, বহুতলটিতে চার থেকে পাঁচটি ফ্ল্যাট ছিল। উদ্ধার কাজ শুরু করেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।’এবিষয়ে সুরাটের পুলিশ কমিশনার অনুপম সিং গেহলাট জানিয়েছেন,বহুতলে ৩০টি ফ্ল্যাট রয়েছে,৫ থেকে ৬টি ফ্ল্যাটে ভাড়া থাকতেন লোকজন। বহুতলের দারোয়ানও জানিয়েছেন,ভেঙে পড়ার সময় ফ্ল্যাটের ভিতরে বহু মানুষ আটকে পড়েন। যাঁরা আটকে পড়েছিলেন তাঁদের প্রায় সকলকেই উদ্ধার করা গেছে বলে পুলিশ –প্রশাসনের অনুমান।