অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের গুলিতে মৃত ৪ বছরের শিশু কন্যা, শোকের ছায়া এলাকায়
A 4-year-old girl who was shot dead by unidentified miscreants, mourns in the area

The Truth Of Bengal : বাড়ির বাইরে অজ্ঞাত ব্যক্তিদের গুলির আঘাতে মৃত চার বছরের শিশুকন্যা। ঘটনাটি ঘটেছে বিহারের পাটনার রূপসপুর এলাকায়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। চলছে ময়নাতদন্ত।
জানা যায়, রাতে বিহারের পাটনার রূপসপুর এলাকায় চার বছরের এক শিশুকন্যা তার পরিবারের সাথে একটি ভাড়া বাড়িতে থাকত। মেয়েটির বাবা হরি ওম কুমার। তিনি হলেন একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। সকালে বেরিয়ে যান কাজে আর বাড়ি ফেরেন একেবারে রাতের দিকে। প্রত্যেক দিনের ন্যায় মঙ্গলবারও ওম কুমার রাতে বাড়ি ফিরে মোটরসাইকেলটি পার্কিং করছিলেন। অন্যদিকে তার স্ত্রী মুদির জিনিসপত্র রাখার জন্য স্বামীর কাছ থেকে বাজারের থলেটি নিয়ে ভেতরে যান। এরপর বাবা এসেছে দেখে মেয়েটি দৌড়াতে দৌড়াতে বাইরে এলে হঠাৎ একটি গুলির আওয়াজ শোনা যায়। অর্থাৎ বাড়ির বাইরে গুলির আওয়াজ শুনে দম্পতি বাইরে এসে দেখেন শিশু কন্যা রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছে।
কুমার জানান, ” আমরা যখন ছুটে যাই তখন দেখি আমাদের মেয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে রয়েছে। এরপর আমরা নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য মেয়েকে নিয়ে যাই। হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা আমাদের মেয়েকে মৃত বলে ঘোষণা করেছেন।”
রূপসপুর স্টেশন হাউস অফিসার রনজয় সিং জানান, ” মেয়েটি গুলিবিদ্ধ হয়েছে এবং চিকিৎসার সময় জানা যায় ওই গুলির আঘাত এতটাই মারাত্মক ছিল যে শেষ পর্যন্ত মেয়েটি মারা যায়। ইতিমধ্যেই ময়নাতদন্ত শেষ হয়েছে। বর্তমানে মেয়েটির লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অপরাধীকে খুঁজে বের করে তার কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” তবে কীকরে ঘটল এমন মর্মান্তিক ঘটনা? এর তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা।