
The Truth of Bengla: ফের ছত্তিশগড়ে মাওবাদী দমন অভিযান। পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে খতম হল ৭ মাওবাদী। ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের অবুঝমাড় এলাকায়। পুলিশ ও মাওবাদীদের সংঘর্ষে আহত হয়েছে ডিআরজির ৩ জাওয়ান। তাদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে।
মাওবাদী দমনে ফের পুলিশের হাতে বড় সাফল্য। মাওবাদী অধ্যুষিত রাজ্য ছত্তিশগড়ের অবুঝমাড় এলাকায় পুলিশ ও মাওবাদীর গুলির লড়াইয়ে খতম হয়েছে ৭ মাওবাদী। এই তুমুল সংঘর্ষে আহত হয়েছে ডিআরজির ৩ জাওয়ান। তাদেরকে হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে।
জানা গেছে নারায়ণপুর, দন্তেওয়াড়া এবং কোন্ডাগাঁও জেলার সংযোগস্থলে মাওবাদীদের একটি দল জড় হয়েছিল। গোপন সূত্রে এই খবর আসে পুলিশের কাছে। তড়িঘড়ি সেখানে পৌঁছে যায় নারায়ণপুর, কোন্ডাগাঁও, দন্তেওয়াড়া এবং জগদলপুর থেকে ডিস্ট্রিক্ট রিজার্ভ গ্রুপ এবং আইটিবিপির যৌথবাহিনী। অবুঝমাড় এলাকায় তল্লাশি অভিযান চালায় তারা। এক পুলিশ সুপার জানিয়েছেন এলাকায় তল্লাশি অভিযান চালানো মাত্রই প্রথমে পুলিশদের লক্ষ করে মাওবাদীরা গুলি চালাতে শুরু করে।
দুই পক্ষের গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে ৭ মাওবাদী। ওই ঘটনাস্থল থেকে মাওবাদীদের প্রচুর অস্ত্রসস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। শুক্রবার এই ঘটনা ঘটলেও শনিবার পর্যন্ত ওই অঞ্চলে চালানো হয় তল্লাশি অভিযান। এর আগে ২ জুন ছত্তিশগড়ের নারায়ণপুরের দুরমি গ্রামে ফোনের টাওয়ার পুড়িয়ে দেয় মাওবাদীরা। তারপর থেকেই মাওবাদীদের খোঁজে জায়গায় জায়গায় তল্লাশি চালাতে থাকে পুলিশের সশস্ত্র বাহিনী।