গোয়ার মন্দিরে বার্ষিক শোভাযাত্রায় পদপিষ্ট হয়ে মৃত ৭
7 killed in stampede during annual procession at Goa temple

Truth Of Bengal: গোয়ার মন্দিরে বহু মানুষের মৃত্যু হয় পদপিষ্ট হয়ে। অন্ততপক্ষে ৭ জনের মৃত্যুর খবর সামনে এসেছে এখনও পর্যন্ত। আহতের সংখা বহু। শুক্রবার শিরগাঁও-এর মন্দিরে ছিল বার্ষিক শোভাযাত্রা। হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেছিলেন শ্রী লাইরাই যাত্রা’য়। ঠিক তখনই ভয়ংকর দুর্ঘটনাটি ঘটে যায়। আহতরা চিকিৎসাধীন গোয়া মেডিক্যাল কলেজ ও উত্তর গোয়া জেলা হাসপাতালে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।
আহতদের হাসপাতালে দেখতে উত্তর গোয়া হাসপাতালে উপস্থিত হন গোয়ার মুখ্যমন্ত্রী। খোঁজ নিয়েছেন তাদের বর্তমান পরিস্থিতির। এক্স হ্যান্ডেলে তিনি জানান, সমগ্র পরিস্থিতির উপর নজর রাখছেন তিনি। সেইসঙ্গে মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথা হয়েছে বলেও জানা যায়। দেওয়া হয়েছে পূর্ণ সহায়তার আশ্বাস।
মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে জানান, লাইরাই যাত্রার সময় পদপিষ্ট হওয়ার মতো মর্মান্তিক দুর্ঘটনায় তিনি গভীর ভাবে শোকাহত। হাসপাতালে গিয়ে আহতদের দেখে এসেছেন বলেও তিনি জানান। তাঁর বার্তা ‘ব্যক্তিগত ভাবে পুরো পরিস্থিতি আমি পর্যবেক্ষণে রেখেছি, যাতে সম্ভাব্য সব রকম পদক্ষেপ করা যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও কথা হয়েছে। গোটা পরিস্থিতির বিস্তারিত বিবরণ জানতে চেয়েছেন তিনি। সেই সঙ্গেই এই কঠিন সময়ে পূর্ণ সহায়তার আশ্বাস দিয়েছেন।’