বিস্ফোরক তৈরীর কারখানায় বিস্ফোরণে মৃত ৫, আহত বহু
5 dead, many injured in explosive factory explosion

The Truth Of Bengal : ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা। ঘটনাটি ঘটেছে নাগপুরের হিংনা থানার অন্তর্গত ধমনা গ্রামে চামুন্ডি এক্সপ্লোসিভ প্রাইভেট লিমিটেডে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে এলাকায়।
জানা যায়, বৃহস্পতিবার নাগপুর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে হিংনা থানার সীমানার অন্তর্গত ধমনা গ্রামে বিস্ফোরক তৈরীর কারখানায় একটি ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বেলা ১ টায় ঘটে যাওয়া এই ভয়াবহ দুর্ঘটনায় ৫ জন নিহত এবং ৫ জন আহত হয়েছেন। এরপর ভয়াবহ বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে দৌড়ে আসেন। তারা এসে প্রথমে নিজেরা আগুন নেভানোর কাজ শুরু করেন। তবে ততক্ষণে পাঁচ জন নিহত হয়েছেন এবং পাঁচজন আহত হন। এরপর স্থানীয়রা তৎক্ষণাৎ পুলিশে খবর দেয়। কিছুক্ষণের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। ইতিমধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তারা। উপস্থিত হয়েছেন নাগপুরের পুলিশ কমিশনার রবিন্দর সিঙ্গাল।
কিভাবে বিস্ফোরণটি ঘটল তার তদন্ত শুরু করেছে পুলিশ। এটি কি নিছকই দুর্ঘটনা নাকি এর পেছনে রয়েছে অন্য কোন রহস্য তার তল্লাশিতে পুলিশ। এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতদের পরিবারসহ গোটা এলাকায়।