কানপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ৫! ঘটনাস্থলে দমকলের ৪০টি ইঞ্জিন
5 dead in massive fire in Kanpur! 40 fire engines at the scene

Truth Of Bengal: ভয়াবহ অগ্নিকাণ্ড কানপুরের গান্ধীনগর এলাকায়। মৃত্যু হয় ৫ জনের। রবিবার রাতে ঘটে এই ঘটনা। জানা যায়, এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে একটি পাঁচ তোলা বাড়িতে। সোমবার সকালেই পুলিশের তরফ থেকে প্রকাশ্যে আনা মৃত্যুর তথ্য। সমগ্র এলাকাজুড়ে দুর্ঘটনার জেরে নেমেছে শোকের ছায়া।
পুলিশ সূত্রে জানা যায়, পাঁচ তলা ওই বাড়িটির নিচের নিচের তলায় উপস্থিত একটি জুতোর দোকানে এই দুর্ঘটনা ঘটে। শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ড ঘটেছে বলে খবর রয়েছে। সেখানে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত থাকার জন্যই দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে এবং বৃহত্তর আকার ধারণ করে। কিছু সময়ের মধ্যেই সেই গোড়া বাড়িটিই চলে যায় আগুনের গ্রাসে। উপরের তলায় উপস্থিত বহু মানুষই আগুনের জন্য আটকে পড়েন সেখানে। খবর পৌঁছয় দমকল বাহিনীর কাছে। তড়িঘড়ি দমকলের ৪০ টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। তাদের দীর্ঘ প্রচেষ্টাতেই ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে আগুন। তবে আগুন নিয়ন্ত্রণে আনতে যতটা সময় লেগেছে তাতে ৫ জনের মৃত্যু হয়।
দমকল সূত্রে খবর, আগুনের বিভৎসতা এতোটাই মারাত্মক ছিল যে আশেপাশের বাড়িগুলিও খালি করা হয়, বিপদের হাত থেকে বাঁচতে। এমনকি আশেপাশের বাড়িতে প্রবেশ করেন দমকল কর্মীরা। সেখান থেকে স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানোর কাজ করতে থাকেন দমকল কর্মীরা। জানা যায়, বাড়িটির ভেতরই ছিল গ্যাস সিলিন্ডার, এসি রাসায়নিক ড্রাম। তাই আগুনের ভয়াবহতা এতটা তীব্র হয়। ঘটতে থাকে বিস্ফোরণ। এলাকা জুড়ে ছড়ায় আতঙ্ক। এই দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় বিধায়ক সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।