দেশ

লে-লুধিয়ানায় বাতিল ৪০০ উড়ান, বন্ধ ২৭ টি বিমানবন্দর

400 flights cancelled in Leh-Ludhiana, 27 airports closed

Truth Of Bengal: ‘অপারেশন সিঁদুর’-এর পর দেশের বিভিন্ন বিমান বন্দর বন্ধ রাখার সিদ্ধান্ত অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের। দেশের ২৭টি বিমানবন্দরে শনিবার ১০ মে পর্যন্ত উড়ান পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার পর্যন্ত উত্তর, পশ্চিম ও মধ্য ভারতে ২৭টি বিমান বন্দর বন্ধ রাখা হচ্ছে। প্রায় ৪০০ উড়ান বাতিল। এরমধ্যে রয়েছে এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, স্পাইসজেট, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, আকাশা এয়ার, কয়েকটি বিদেশি বিমান সংস্থা তাদের বিমান বাতিল করেছে।

সেইসঙ্গে ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনাময় পরিস্থিতিতে শ্রীনগর, জম্মু, লে, চণ্ডীগড়, অমৃতসর, লুধিয়ানা, পাতিয়ালা, বাথিন্ডা, হালওয়ারা, পাঠানকোট, ভুন্তার, সিমলা, গাগ্গাল, ধর্মশালা, কিষাণগড়, জয়সালমের, যোধপুর, বিকানের, মুন্দ্রা, জামনগর, রাজকোট, পোরবন্দর, কান্দলা, ভুজল, কান্দলা,  ভুন্টার সহ একাধিক বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন এয়ারলাইন্সের তরফে এই বিমানবন্দরগুলি থেকে বিমান সাসপেনশনের নোটিস জারি করা হয়েছে। বুধবার থেকে বহু বিদেশি বিমান সংস্থাই পাকিস্তানের বিমান সংস্থার বিমান এড়িয়ে চলছে।

উল্লেখ্য, পহেলগাঁওয়ে জঙ্গি হানায় ২৮ জনের মৃত্যুর পর পাকিস্তানের বিরুদ্ধে প্রত্যাঘাত হেনেছে ভারতীয় সেনাবাহিনী। অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিঁদুর’। সেনারা জানিয়েছেন, মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের জঙ্গিঘাঁটিগুলি ধ্বংস করা হয়েছে। এরপরেই দুই দেশের মধ্যে উত্তেজনা জারি। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিতে ভারতীয় সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার পরিপ্রেক্ষিতে আকাশসীমা বিধিনিষেধের কারণে ভারতীয় বিমান সংস্থাগুলি জম্মু ও শ্রীনগর-সহ দেশের বিভিন্ন শহরে তাদের বিমান বাতিল করেছে।  আন্তর্জাতিক বিমানও অন্যত্র ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এই মর্মে যাত্রীদের সুবিধার্থে বিমান বাতিল করেছে এয়ার ইন্ডিয়া, স্পাইসজেট, ইন্ডিগোর মতো ভারতীয় বিমান সংস্থাগুলি।