দিল্লির বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত্যু ৯ মাসের শিশু-সহ মোট ৪ জনের
4 people including a 9-month-old child died in a fire in Delhi's high-rise

The Truth Of Bengal: রাজধানী দিল্লির সহদরা এলাকার এক বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড। মৃত্যু ৯ মাসের শিশু-সহ মোট চারজনের। গুরুতর আহত হয়েছেন আরও দুজন। দমকলবাহিনী জানায় মোট ৬ জনকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
দিল্লির একটি বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। এই ঘটনায় ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে ন’মাসের এক শিশু-সহ চার জনের। আহত হয়েছেন আরও বেশ কয়েক জন। তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আগুন লাগার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের পাঁচটি ইঞ্জিন। বহুতলের একেবারে নিচের তলায় সেসময় আগুন অনেকখানি ছড়িয়ে পড়েছে। আর তাতেই শ্বাসকষ্টে প্রাণ হারায় ৯ মাসের শিশুটি। আগুনে ঝলসে যান ২৮ ও ৪০ বছরের দুই মহিলা ও ১৭ বছরের নাবালকও। দমকল বাহিনীর প্রধান অতুল গর্গ জানান, ওই বিল্ডিংয়ের নিচের তলায় রবার কাটার মেশিন, ওয়াইপার-সহ নানা সরঞ্জাম রাখা ছিল। তাতেই আগুন ছড়ায়। মোট ৬জনকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
এদিকে, পুলিশের তরফে জানানো হয়, খবর পাওয়া মাত্রই দমকল আসার আগে সেখানে পৌঁছে স্থানীয়দের চেষ্টায় এক শিশু-সহ আরও তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা শিশু-সহ মোট চারজনকে মৃত বলে ঘোষণা করেন। বর্তমানে ১৬ বছরের কিশোরী ও ৭০ বছরের বৃদ্ধার চিকিৎসা চলছে। ঠিক কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখতে একটি তদন্তকারী দল তৈরি করা হয়েছে।
Free Access