দেশ

মোদির বৈঠকের আগেই ভুয়ো আধার কার্ড নিয়ে সংসদে প্রবেশের চেষ্টা, গ্রেফতার ৩

3 suspects detained in Parliament ahead of Modi's meeting

The Truth Of Bengal :  ভুয়ো আধার কার্ড নিয়ে সংসদ ভবনে প্রবেশের চেষ্টায় ধরা পড়ল তিনজন। তাঁদের গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের আধার কার্ড দেখাতে বললে, তারা কার্ড বের করে সিআইএসএফ কর্মীদের কাছে জমা করে। তখন সেই কার্ডগুলি দেখে সন্দেহ হয় নিরাপত্তারক্ষীদের। ভাল করে যাচাই করে দেখা যায়, সেগুলি জাল। এরপর তিন জনকে দ্রুত আটক করা হয়। কাজের জন্য ওই তিনজন সংসদে এসেছিল বলে জানা যাচ্ছে। এই তিনজনকে কাজে ঢুকিয়েছিল  ডিভি প্রজেক্টস লিমিটেড। সংসদ কমপ্লেক্সের ভেতরে এমপি লাউঞ্জ নির্মাণে নিযুক্ত ছিল তারা। ওই ৩ যুবকের নাম কাশিম, মণীশ এবং শোয়েব।  এই ঘটনা ৪ জুনের। আজ সংসদে এনডিএ-র বৈঠকের আগে বিষয়টি সামনে আসে। তারপর শুরু হয় হইচই।

তিন অভিযুক্তকে সিআইএসএফ তুলে দেয় দিল্লি পুলিশের হাতে। ভারতীয় দণ্ডবিধির ৪৬৫ ধারা, ৪১৯ ধারা, ১২০ বি-সহ বিভিন্ন ধারায় তাদের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করা হয়। এখন সিআরপিএফ এবং দিল্লি পুলিশের বদলে সংসদ ভবনের নিরাপত্তার দায়িত্বে রয়েছে সিআইএসএফ। আজ এনডিএ-র সংসদীয় বৈঠকের আগে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সূত্রের খবর ওই তিন যুবক উত্তরপ্রদেশের বাসিন্দা। গত বছর সংসদ হামলার ঘটনার পর গণতন্ত্রের মন্দিরে নিরাপত্তার দায়িত্ব তুলে দেওয়া হয় সিআইএসএফ জওয়ানদের হাতে। ধৃত তিন যুবক কীভাবে জাল আধার কার্ড নিয়ে সংসদে প্রবেশ করে, তা নিয়ে উঠছে প্রশ্ন? সংসদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। আগামী ৯ জুন শপথ নেবেন প্রধানমন্ত্রী। তাঁর শপথগ্রহণের আগে এবং এনডিএ-র বৈঠকের ঠিক কয়েক ঘণ্টা আগে এই সন্দেহভাজনদের পাকড়াও-কে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে।

এর আগে ধোঁয়া-কাণ্ডের তোলপাড় হয়েছিল গোটা দেশ। এক যুবক স্মোক ক্যান নিয়ে সংসদে ঢুকে ব্যাপক হাঙ্গামা করেছিলেন। যার পর সংসদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। তারপর কড়াকড়ি করা হয় সংসদের নিরাপত্তা। সেই কড়াকড়ির হাল কেমন— এদিন সেই ঘটনা সামনে এল। ফের একবার সংসদের নিরাপত্তা প্রশ্নের মুখে পড়ে গেল। যা নিয়ে সোচ্চার বিরোধীরা।

Related Articles