
The Truth Of Bengal : আগামী পাঁচ বছরে ২২টি ভাষায় ২২ হাজার বই প্রকাশ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সংবিধান স্বীকৃত ভারতের ২২টি ভাষায় প্রকাশিত হবে এই বইগুলি। ইতিমধ্যেই এই প্রকল্পের চূড়ান্ত শিলমোহর পড়েছে। প্রকল্পের নামকরণ করা হয়েছে ‘অস্মিতা’। ভারতীয় ঐতিহ্যকে তুলে ধরার লক্ষ্য নিয়ে এই উদ্যোগ। বিভিন্ন ভাষাভাষীর দেশ ভারত বর্ষ। নানান ধরনের সংস্কৃতি রয়েছে ভারতের আনাচে-কানাচে। খাদ্য বস্ত্র বাসস্থানের মধ্যে রয়েছে ভিন্নতা। বিবিদের মধ্যে ঐক্য ভারতের বন্ধন। ভারতীয় ‘অস্মিতা’কে আরো বেশি করে তুলে ধরার উদ্যোগ এই প্রকল্পের মধ্য দিয়ে। ভারতের ঐক্যকে আরো সুদৃঢ় করার লক্ষ্য। আর সেই লক্ষ্য পূরণে ২২টি ভাষায় ২২ হাজার বই প্রকাশিত হবে আগামী পাঁচ বছরে। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অনুদান কমিশন ইউজিসি এই নিয়ে বৈঠক করেছে। ওই বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই প্রকল্প বাস্তবায়িত করতে ভারতীয় ভাষা কমিটির সহযোগিতা নেবে ইউজিসি। পাশাপাশি বহুভাষিক অভিধান এর বিশাল ভান্ডার তৈরীর উদ্যোগ নেওয়া হয়েছে। এই কাজে প্রযুক্তির ব্যবহার করা হবে বলে সিদ্ধান্ত হয়েছে। অনুবাদ এবং প্রযুক্তিগত কাঠামো তৈরীর ব্যবস্থা করা হচ্ছে এই প্রকল্পের মধ্য দিয়ে।
চালু করা হয়েছে তিনটি গুরুত্বপূর্ণ প্রকল্প:
কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের পক্ষ থেকে তিনটি গুরুত্বপূর্ণ প্রকল্প চালু করা হয়েছে। এই নিয়ে বিশেষ কর্মসূচি নেওয়া হয়। কেন্দ্রীয় শিক্ষা সচিব কে সঞ্জয় মূর্তি তিনটি প্রকল্পের সূচনা করেন। কেন্দ্রীয় শিক্ষা সচিবদের মতে এন ই টি এফ এবং বিবিএস এই সমস্ত প্রকল্প গঠনে বড় ভূমিকা পালন করবে। এই নিয়ে কর্মশালায় উপস্থিত ছিলেন সারাদেশের দেড়শ’র বেশি উপাচার্য। যে ভাষাগুলিকে ফোকাস করা হচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য বাংলা, হিন্দি, পাঞ্জাবি, সংস্কৃত, উর্দু, গুজরাটি, কন্নর, মালায়ালাম, মারাঠি, তামিল, তেলেগু এবং ওড়িয়া।
বইয়ের বিষয়বস্তু:
বাইশটি ভাষায় যে ২২ হাজার নতুন বই প্রকাশ করার সিদ্ধান্ত হয়েছে তার মধ্যে ভারতীয় সংস্কৃতিকে তুলে ধরার লক্ষ্য নেওয়া হয়েছে। থাকবে ব্যবহারিক এবং তাত্ত্বিক জ্ঞানের সমন্বয়। ভারতীয় ঐতিহ্য উঠে আসবে এই সব বইয়ে।
কর্মশালায় দেড় শতাধিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা:
দেশের দেড় শতাধিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা বৈঠকে যোগ দেন। ইউ জি সি এবং ভারতীয় ভাষা বোর্ড বা বিবিএস যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে। শিক্ষাবিভাগের সচিব সহ শিক্ষাবিদরা ছিলেন বৈঠকে। কর্মশালার উদ্বোধন করেন শিক্ষাপ্রতি মন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার।