আন্তর্জাতিকদেশ
Trending

বিশ্বের উষ্ণতম বছর হিসাবে রেকর্ড গড়ল ২০২৩, জলবায়ু পরিবর্তনে আশঙ্কার মেঘ

2023 set to be world's hottest year on record, clouds fears over climate change

The Truth Of Bengal: গত এক লাখ বছরের মধ্যে বিশ্বের সবচেয়ে উষ্ণতম বছর হিসাবে রেকর্ড গড়ল ২০২৩ সাল। পৃথিবীর উষ্ণতার আগের সব রেকর্ড ভেঙে দিল ২০২৩ সাল। এই তথ্য সামনে এনেছে ইউরোপীয় ইউনিয়নের ‘কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস’।

বিশ্বের সবচেয়ে উষ্ণতম বছর ২০২৩ এমনটায় জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু পরিষেবা বিভাগ। ২০২৩ সালের অধিকাংশ দিনই প্রখর দাবদাহে ভুগেছে ভারত সহ গোটা বিশ্ব। জলবায়ুর এইরূপ পরিবর্তনের জন্য বিশ্বের নানা প্রান্তে দেখা দিয়েছে বন্যা, খরা, দাবানলের মত প্রাকৃতিক বিপর্যয়। ইউরোপীয় ইউনিয়নের কোপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস জানিয়েছে গত ১ লক্ষ বছরের মধ্যে ২০২৩ সবচেয়ে উষ্ণতম বছরের তকমা পেয়েছে। বিশেষজ্ঞদের মতে জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ মানবসৃষ্ট বিভিন্ন কর্মকাণ্ড। কেবল ভূপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি নয় বেড়েছে এল নিনোর প্রকোপও। এই ভাবে চলতে থাকলে আগামী বছরগুলিতে আরও ভয়ঙ্কর পরিস্থিতি দেখা দিতে পারে বলে জানিয়েছেন পরিবেশবিদরা।

কোপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসের তথ্য মতে কার্বনডাই অক্সাইডের মাত্রাতিরিক্ত নির্গমন, জীবাশ্ম জালানি ব্যবহার বহু অংশে বেড়ে  যাওয়ায় বিশ্বে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। ২০২৩ সালে জুলাই মাসের পর থেকে উষ্ণতা বেড়েই চলেছিল ভূপৃষ্ঠে। বিশেষজ্ঞদের মতে চলতি বছর অর্থাৎ ২০২৪ সাল , গত বছরের উষ্ণতার রেকর্ড কে ভাঙবে কিনা সেটা সময়ই বলবে। জলবায়ুর পরিবর্তনের কারণে বিশ্বে দেখা গেছে একাধিক প্রাকৃতিক বিপর্যয়। অস্ট্রেলিয়ায় দাবানল যার জেরে ঘর ছাড়া হয়েছে হাজার হাজার মানুষ। গ্রিসের দাবানলের আগুনে পুড়ে মৃত্যু হয়েছে কমপক্ষে ৫০ জন মানুষের, নিখোঁজ ছিল আরও অনেকে।  এছাড়াও আফ্রিকা ও মধ্য প্রাচ্যের খরা, ইউরোপে তাপপ্রবাহ দেখা দিয়েছে ২০২৩ সালে । এই বছরে উষ্ণতার পারদ কতটা চড়ে সেই নিয়েই চিন্তিত পরিবেশবিদরা।