দেশ

দেশের সুরক্ষায় ১০টি স্যাটেলাইট! জানালেন ইসরোর চেয়ারম্যান

10 satellites for the security of the country! Says ISRO Chairman

Truth Of Bengal: পাকিস্তানের তাবড় জঙ্গি ঘাঁটি থেকে সেনার স্ট্র্যাটেজিক ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার প্রমাণ দিয়েছে একাধিক স্যাটেলাইট (উপগ্রহ) ছবি। ভারত ও পাকিস্তানের এই সশস্ত্র সংঘাত পর্বের মাঝে  দেশের নিরাপত্তা নিয়ে বড় বার্তা দিলেন এবার ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন। তিনি বলেন, ‘দেশের নিরাপত্তা সুনিশ্চিত করতে চাইলে স্যাটেলাইটের মাধ্যমে করতে হবে।’ ইমফলে কেন্দ্রীয় কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিএইউ) পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসরোর চেয়ারম্যান। আর সেখানেই তিনি দেশের নিরাপত্তা নিয়ে একাধিক মন্তব্য করেন।

ভি নারায়ণনের কথায়, ‘দেশের সুরক্ষার জন্য কমপক্ষে ১০টি স্যাটেলাইট কাজ করছে। সেগুলি স্ট্র্যাটেজিক ক্ষেত্রে ব্যবহৃত হয় এবং দেশের নাগরিক নিরাপত্তার কাজে লাগে। আমাদের প্রতিবেশীদের আমরা জানি, দেশের নিরাপত্তা সুনিশ্চিত করতে চাইলে স্যাটেলাইটের মাধ্যমে করতে হবে। ৭ হাজার কিলোমিটার দীর্ঘ সমুদ্রতীরে আমাদের নজরদারি চালাতে হয়। স্যাটেলাইট আর ড্রোন প্রযুক্তি ছাড়া এই নজরদারি সম্ভব নয়।’

পাশাপাশি ইসরোর চেয়ারম্যান আরও জানান, ‘ইসরোর বহু স্যাটেলাইটই দেশের সাধারণ মানুষের সুবিধার্থে রয়েছে। যেমন কৃষি টেলি মেডিসিন, টেলি এডুকেশন ক্ষেত্রে রয়েছে ভারতের স্যাটেলাইট। এছাড়াও পরিবেশে নজরদারি, আবহাওয়ার পূর্বাভাস, টেলিভিশন সম্প্রচার, খাদ্য নিরাপত্তা ও স্ট্র্যাটেজিক সেক্টরের জন্য ভারতের স্যাটেলাইটগুলি রয়েছে।’ এছাড়াও সমাবর্তন অনুষ্ঠানে ইসরোর বিভিন্ন সাফল্যের কথাও তুলে ধরা হয়।

ভি নারায়ণন জানিয়েছেন , ‘চন্দ্রযান-১ অভিযান চাঁদের পৃষ্ঠে জলের অণুর প্রমাণ আবিষ্কার করে। ভারতই প্রথম দেশ যারা এই অর্জন করেছে। ভারত থেকে ৩৪টি দেশের জন্য কমপক্ষে ৪৩৩টি স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে এবং কক্ষপথে স্থাপন করা হয়েছে। ভারতের মহাকাশ প্রযুক্তি এখন টেলিমেডিসিন, শিক্ষা, আবহাওয়ার পূর্বাভাস এবং টিভি সম্প্রচার সহ অনেক ক্ষেত্রে সাহায্য করে এবং জাতীয় নিরাপত্তা এবং দৈনন্দিন নাগরিক চাহিদা উভয়ের জন্যই কার্যকর। ভি নারায়ণন আরও বলেন, জলবায়ু ও বায়ু দূষণ অধ্যয়ন এবং আবহাওয়া পর্যবেক্ষণের জন্য ইসরো জি-২০ দেশগুলির জন্য একটি উপগ্রহ তৈরি করছে। ২০৪০ সালের মধ্যে প্রথম মহাকাশ স্টেশন করা হবে।‘

একথায় বলা যায়, বর্তমানে স্যাটেলাইটের ভূমিকা দেশকে বহু স্তরে সুবিধা এনে দিয়েছে। সেইসঙ্গে অনেক সুরাহাও পাচ্ছেন সাধারণ মানুষ। বলা বাহুল্য,  ২২শে এপ্রিল পহেলগাঁওতে সন্ত্রাসী হামলায় ২৮ জনের মৃত্যুর পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে স্যাটেলাইট নিয়ে বড় মন্তব্য করলেন  ভি নারায়ণন।

Related Articles