ত্বক ও চুলের জন্য দারুণ উপকারী এই তেল? জানুন বিস্তারিত
This oil is very beneficial for skin and hair? Know the details

Truth Of Bengal: আম বাঙালির হেঁশেলে এখনো অপরিচিত ক্যানোলা তেল বা অয়েল। ক্যানোলা (Brassica napus L) গাছের বীজ থেকে মেলে এই ক্যানোলা অয়েল। কানাডার বিজ্ঞানীরা তৈরি করেন এই ক্যানোলা অয়েল। ক্যানোলা শব্দ এসেছে ওলা মানে অয়েল বা তেল। ত্বক ও চুলের জন্য দারুণ উপকারী ক্যানোলা অয়েল।
ক্যানোলা অয়েলে রয়েছে প্রচুর পরিমাণে এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড যা ত্বককে ভেতর থেকে ময়েশ্চারাইজ করে। ত্বকের টিস্যুকে ভেতর থেকে শক্তি জোগায়। এই তেলে থাকে ভিটামিন কে যা ত্বককে মসৃণ ও নরম করে। লিনোলেইক অ্যাসিড থাকে যা ত্বকের স্বাভাবিক আর্দ্রতাকে রক্ষা করে।
ত্বক ও চুলের জন্য কতটা উপকারী ক্যানোলা অয়েল
১) ব্রণ ও অকালপক্কতা রোধ করতে দারুণ কার্যকরী ক্যানোলা অয়েল। জার্নাল অফ মলিকিউলার মেডিসিনে প্রকাশিত গবেষণাপত্রে বলা হয়েছে, ভিটামিন ই থাকায় ক্যানোলা অয়েল ত্বক ভাল রাখতে কার্যকরী অ্যান্টিঅক্সিড্যান্ট হিসাবে কাজ করে। ভিটামিন ই ও ভিটামিন কে থাকে বলে ত্বক কুঁচকে যাওয়া, দাগছোপ, ফাইন লাইনসের মতো সমস্যা দূর হয়।
২) ভিটামিন ই আর ভিটামিন কে থাকে বলে চুলের ডগা ফাটার সমস্যা দূর করে ক্যানোলা অয়েল। চুলের রুক্ষ ও শুষ্ক ভাব কমায়।
৩) প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড থাকে বলে শুষ্ক ত্বকের জন্য দারুণ উপকারী ক্যানোলা অয়েল। অ্যান্টিব্যাক্টেরিয়াল ও অ্যান্টিইনফ্লেমটরি গুণ থাকে বলে যাবতীয় ত্বকের সমস্যা দূর হয়।
৪) ময়েশ্চারাইজিং গুণ থাকে বলে চুল পড়া ও খুশকির সমস্যা দূর করে ক্যানোলা অয়েল। বিভিন্ন রকমের অ্যাসিড থাকায় ক্যানোলা অয়েল চুলের গোড়া মজবুত করে।