রাজ্যের খবরস্বাস্থ্য

ওষুধ তৈরিতে নয়া দিশা দেখাল মলি মাছ মডেল

Molly Fish

The Truth of Bengal: গর্ভপাতের ওষুধ তৈরির ক্ষেত্রে মলি মাছকে মডেল করে সাফল্য পেলেন ডঃ মৃত্যুঞ্জয় মজুমদার। পরীক্ষামূলক রিপোর্ট ইতিমধ্যেই পেটেন্ট জার্নালে প্রকাশিত হয়েছে। শ্রীরামপুর হাউসিং এস্টেটের বাসিন্দা ডঃ মৃত্যুঞ্জয় মজুমদার। তিনি ছোটো থেকেই পশু-পাখিদের পছন্দ করেন। নিজের বাড়িতেও রয়েছে বিভিন্ন বিদেশি পাখি-পায়রা অ্যাকোয়ারিয়াম। সেখানে চলেছে নানা গবেষণা।

চাকদার নেতাজী সুভাষ বোস ইন্সটিটিউট অফ ফার্মাসিতে অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসাবে কর্মরত ডঃ মৃত্যুঞ্জয় মজুমদার। কলেজেরই কয়েকজন সহকর্মীকে নিয়ে রিপ্রোডাক্টিভ মেডিসিনের উপর গবেষণা শুরু করেন তিনি। দীর্ঘ প্রায় সাড়ে ছয় বছর গবেষণার পর তিনি সাফল্য পেলেন। চলতি বছরের ২৬ শে মে ইন্টেলেকচুয়ার প্রপার্টি অ্যাক্ট ইন্ডিয়া জার্নালে প্রকাশিত হয়, তাঁর গবেষণাপত্র।

ডঃ মৃত্যুঞ্জয় মজুমদার জানালেন, ওষুধ তৈরির ক্ষেত্রে ইঁদুর, হ্যামস্টার বা গিনিপিগের মডেল খুঁজে পেতে সমস্যা হয়। তাছাড়া এইসব মডেল ব্যায়বহুলও, তাই বিকল্প হিসেবে, নয়া মডেল মলি মাছকে বেছে নেওয়া হয়েছে। মৃত্যুঞ্জয় মজুমদারের দাবি, এই ধরণের গবেষণা সারা পৃথিবীতে এই প্রথম। তিনি আশাবাদী, এই মডেল চূড়ান্ত পর্যায়ে সাফল্য পাবে। ফলে, ওষুধে প্রি ক্লিনিক্যাল ট্রায়ালে অনেকটাই সাফল্য মিলবে।

 

Related Articles