আড়াই হাজার বছর পুরনো যজ্ঞকুণ্ডের সন্ধান মিলল ভারতেই, কোথায় পাওয়া গেল প্রত্নতাত্ত্বিক নিদর্শন
Two and a half thousand year old Yajna Kund found in India

The Truth of Bengal,Mou Basu: মাটি খুঁড়ে অভূতপূর্ব প্রত্নতাত্ত্বিক নিদর্শনের খোঁজ পেলেন গবেষকরা। রাজস্থানের ভরতপুর ডিভিশনের বহজ গ্রামে মাটি খুঁড়ে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া-র প্রত্নতাত্ত্বিকরা এক যজ্ঞকুণ্ডের খোঁজ পেয়েছেন। ওই যজ্ঞকুণ্ডের আনুমানিক বয়স আড়াই হাজার বছর। আড়াই হাজার বছর আগেও যে এখানে পুজোর অঙ্গ হিসাবে যজ্ঞকুণ্ডের ব্যবহারে যজ্ঞ হত সে সম্বন্ধে নিশ্চিত গবেষকেরা।
সেই সঙ্গে তাঁরা জানতে পেরেছেন সে সময় এই যজ্ঞকুণ্ডে যজ্ঞ হওয়ার পর সেখানকার মাটি গুরুত্বের সঙ্গে আলাদা করে রাখা হত। যজ্ঞকুণ্ডের পাশাপাশি কিছু ধাতব জিনিস ও মুদ্রাও পেয়েছেন প্রত্নতাত্ত্বিকরা। পোড়া মাটির জিনিস ও হাড়ের তৈরি যন্ত্রও পেয়েছেন তাঁরা। স্বাস্থ্য ও ওষুধের দেবতা হিসাবে খ্যাত অশ্বিনীকুমারদ্বয়ের মূর্তিও পাওয়া গিয়েছে মাটি খুঁড়ে। প্রত্নতাত্ত্বিকরা মনে করছেন এখানে খনন চালিয়ে আরও কিছু প্রাচীন জিনিস উদ্ধার হতে পারে।