মাটির তলা থেকে যথেচ্ছভাবে জল তোলার খেসারত, আরও বেশি পরিমাণে কাত হয়ে গেছে পৃথিবী
The Earth has tilted more and more

Truth of Bengal,মৌ বসু: নিজস্ব কক্ষপথে কেন্দ্র করে ঘোরে পৃথিবী। সেই কক্ষটাই এবার কাত হয়ে গেছে। তাও আবার একটু আধটু নয়, একেবারে ৮০ সেন্টিমিটারের মতো। পৃথিবীর এই এতটা কাত হয়ে যাওয়ায় উদ্বিগ্ন বিজ্ঞানীরা।
কেন এমনটা হল?
আবহাওয়ার পরিবর্তনের পাশাপাশি বিজ্ঞানীদের মতে, এটা ঘটেছে একেবারেই মানুষের ভুলে। লাগাতার পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেভাবে মাটির তলার জল তুলে তা কাজে লাগানো হয়েছে তার ফল ভুগতে হচ্ছে গোটা পৃথিবীকে। এরফলে পৃথিবী তার নিজস্ব কক্ষপথে প্রায় ৮০ সেন্টিমিটার বা ৩১.৫ ইঞ্চি কাত হয়ে গেছে। জিওফিজিক্যাল রিসার্চ লেটার জার্নালে এই গবেষণা রিপোর্ট প্রকাশিত হয়েছে।
সিওল ন্যাশনাল ইউনিভার্সিটির গবেষক কি ওয়েন সিও এই বিশেষ গবেষণা চালান। তিনি জানান, ১৯৯৩-২০১০ সাল পর্যন্ত পৃথিবীর ঘূর্ণায়মান মেরু ৮০ সেন্টিমিটার পূর্ব দিকে সরে এসেছে। যথেচ্ছভাবে মাটির তলার জল তোলার কারণে এটা হয়েছে। মানুষ এসময়ের মধ্যে ২১৫০ গিগাটন জল মাটির তলা থেকে তুলেছে। এতে সমুদ্রের জলস্তর বেড়েছে ০.২৪ ইঞ্চি। বছরে ঘূর্ণায়মান মেরু সরেছে ৪.৩৬ সেন্টিমিটার করে।
পৃথিবীর ঘূর্ণায়মান মেরুরও ব্যাপক পরিবর্তন হয়েছে বলেও জানিয়েছেন বিজ্ঞানীরা। সবচেয়ে বেশি পরিমাণে মাটির তলার জল তোলা হয়েছে উত্তর আমেরিকা ও উত্তর পশ্চিম ভারতে। পৃথিবীকে তার কক্ষে ঘোরানোয় জলের একটা বড় ভূমিকা রয়েছে।
মাটির তলার জল যেমন সেখানে বড় ভূমিকা পালন করে, তেমনই হিমবাহ বা জমে থাকা বরফের স্তরও বড় ভূমিকা পালন করে। মাটির তলার জল তুলে নেওয়া যেমন চিন্তার কারণ, তেমনই গলতে থাকা বরফও এই কাত হয়ে যাওয়ার ক্ষেত্রে বিজ্ঞানীদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিজ্ঞানীদের আশঙ্কা, পৃথিবী তার নিজস্ব কক্ষপথে বেশি করে কাত হয়ে যাওয়ার ফলে সমুদ্রের জলস্তর বৃদ্ধি পাবে।